ত্বক উজ্জ্বল করবে ঘরে তৈরি ৫ ফেস প্যাক

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয়। তবু আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জল হোক। পৃথিবীর সকল নারী পুরুষের মনে সুপ্ত বাসনা ত্বক ফর্সা হবে। তাই অনেকেই টাকা খরচ করে ক্রিম ফেস প্যাক ব্যবহার করে। আমরা তাদের জন্য ঘরোয়া কিছু ফেস প্যাক নিয়ে এসেছি। আর টাকা নষ্ট করতে হবে না আপনার ঘরে থাকা জিনিস দিয়ে ত্বক উজ্জল ফেস প্যাক তৈরি করার উপায় লিখব।

জুল 16, 2023 - 12:00
জুল 16, 2023 - 14:27
 0
ত্বক উজ্জ্বল করবে ঘরে তৈরি ৫ ফেস প্যাক
ত্বক উজ্জ্বল করবে ঘরে তৈরি ৫ ফেস প্যাক | Image by benzoix on Freepik

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয়। তবু আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জল হোক। পৃথিবীর সকল নারী পুরুষের মনে সুপ্ত বাসনা ত্বক ফর্সা হবে। তাই অনেকেই টাকা খরচ করে ক্রিম ফেস প্যাক ব্যবহার করে।


আমরা তাদের জন্য ঘরোয়া কিছু ফেস প্যাক নিয়ে এসেছি। আর টাকা নষ্ট করতে হবে না আপনার ঘরে থাকা জিনিস দিয়ে ত্বক উজ্জল ফেস প্যাক তৈরি করার উপায় লিখব



১. আলুর ফেস প্যাক

আলু খেতে আমরা সবাই কম বেশি ভালবাসি।আলু আমাদের দেহে যেমন পুষ্টি যোগায় তেমন ত্বকে উজ্জলতা বাড়াতে সাহায্য করে।চলুন দেখি ফেস প্যাক।



উপকরন

আলুর রস ৩টা চামচ

মধু ১/২ চা চামচ

চালের গুঁড়া ২ টা চামচ



পদ্ধতি

একটা বাটি সকল উপকরন নিয়ে পেষ্ট করে নিতে হবে। এবার মুখ ধুয়ে সাড়া মুখে লাগাতে হবে। ২০মিনিট রাখার পর ঠান্ডা পানি দিয়ে পরিস্কার করতে হবে। এই প্যাক প্রতিদিন ব্যবহার করা যাবেআলুর রস এখানে প্রাকৃতিক ব্লিচিং এর কাজ করে। আর মধু এখানে ময়েশ্চারের জোগান দেয়। চালের গুঁড়া মরা চামড়াকে তুলতে সাহায্য করে। উজ্জল ত্বক পেতে এই প্যাক ব্যবহার করে



২. কফি ফেস প্যাক

ত্বকে উজ্জলতা দিন দিন হারিয়ে যাচ্ছে? ব্যস্ত জীবনে সময় করে ত্বকে যত্ন নিতে পারছেন না। তাদের জন্য অল্প সময়ে ত্বকে যত্ন নিতে পারবেন। ঘরে থাকা কফি দিয়ে আর কফি ফেস প্যাক সব ত্বকে জন্য উপযোগী আসুন তৈরি করি


উপকরন

কফি ২ চা চামচ

মধু ১/২ চা চামচ

অ্যালোভেরা জেল ১ চা চামচ



পদ্ধতি

সকল উপকরন একসাথে মিশিয়ে নিতে হবে। মুখ ধুয়ে সাড়া মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে কটন প্যাড দিয়ে মুছে হবে। এটা প্রতিদিন রাতে  লাগালে রেজাল্ট ভালো আসবে



৩. টমেটো ফেস প্যাক

টমেটো শর্রীরকে যেমন পুষ্টিকর করে তোলে তেমন। আমাদের ত্বকে করে তোলে দাগ- ছোপ, ব্রণ, ব্ল্যাকহেড, বলিরেখা মুক্ত। জেনে নিন টমেটো ফেসপ্যাক সম্পর্কে।



উপকরন

টমেটো রস ২ চা চামচ 

লেবু ২ চা চামচ 

মধু ১/২ চা চামচ

বেসন



পদ্ধতি

সকল উপকরন মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট আপেক্ষা করে ঠান্ডা পানি ধুয়ে ফেলতে হবে। এই ফেস প্যাক সপ্তাহে ২ দিন ব্যবহার করবেন


৪. পাকা কলার ফেস প্যাক

পুষ্টিগুন ভরপুর কলা যা আমাদের দেহে ভিটামিনও পটাশিয়ামের ঘারতি পূর করে। নিস্তেজ ত্বকে সতেজ করে বয়সে ছাপ কমায় আসুন ফেস প্যাক তৈরি করি।



উপকরন

পাকা কলা অর্ধেক

লেবু রস ১ চা চামচ

চন্দনের গুঁড়া ১ চা চামচ



পদ্ধতি

সকল উপকরন এক বাটিতে নিয়ে মিশ করে মুখে লাগাতে হবে। তার পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। একবার হলেও টাই করেন।



৫. বেসন ফেস প্যাক

বেসন আমাদের ফার্স্ট চয়েস। কারন বেসন ত্বকে তেলের প্রকোট কমায়, শুষ্কতা দূর করে। মেসতার দাগ সরাতে দারুন কাজ করে। স্কিনে লাবণ্য এনে প্রানবন্ত লুক দেয়। চলুন দেখি ফেস প্যাক তৈরি -


উপকরন

বেসন ৩ চা চামচ

হলুদ ১/২ চা চামচ

টক দই ৩ চা চামচ



পদ্ধতি

সকল উপকরন মিশিয়ে পেষ্ট করে নিয়ে মুখে ও গলাতে লাগিয়ে ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। গোসলে আগে লাগাতে হবে

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow