ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা, নিয়ম, ফি ও চার্জ

ক্রেডিট কার্ড চাকুরীজীবী, ব্যবসায়িক মহলে আশীর্বাদস্বরূপ। ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোন সময় ব্যাংক থেকে লোন নেয়া সম্ভব। সুযোগ সুবিধার দিক থেকে ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড বিশেষভাবে পরিচিত। ডাচ্ বাংলা ব্যাংক অনেক রকমের ক্রেডিট কার্ড আছে। যার কারণে গ্রাহক তার প্রয়োজনমতো ক্রেডিট কার্ড ব্যবহার করার সুযোগ পান।

জুল 31, 2023 - 14:00
জুল 31, 2023 - 11:11
 0
ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা, নিয়ম, ফি ও চার্জ
ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা, নিয়ম, ফি ও চার্জ | Collage by The BackSpace Journal | Image Source: Dutch-Bangla Bank

ক্রেডিট কার্ড চাকুরীজীবী, ব্যবসায়িক মহলে আশীর্বাদস্বরূপ। ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোন সময় ব্যাংক থেকে লোন নেয়া সম্ভব। সুযোগ সুবিধার দিক থেকে ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড বিশেষভাবে পরিচিত। ডাচ্ বাংলা ব্যাংক অনেক রকমের ক্রেডিট কার্ড আছে। যার কারণে গ্রাহক তার প্রয়োজনমতো ক্রেডিট কার্ড ব্যবহার করার সুযোগ পান।


একটা কথা বলে রাখা ভালো, যেখানে ইসলামী ব্যাংক মাত্র ৩ ধরনের ক্রিডেট কার্ড দিয়ে থাকেন সেদিক থেকে দেখলে ডাচ্ বাংলা ব্যাংকের অনেক ধরনের ক্রেডিট কার্ড আছে তা নিচে বর্ণনা করা হলো।


ডাচ্ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডের তালিকা


১. মাস্টার টাইটেলিয়াম কার্ড

২. ভিসা প্লাটিনিয়াম কার্ড

৩. ভিসা ক্লাসিক লোকাল ক্রেডিট কার্ড

৪. ভিসা গোল্ড লোকাল ক্রেডিট কার্ড

৫. ভিসা ক্লাসিক ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড

৬. ভিসা গোল্ড ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড

৭. মাস্টার কার্ড গোল্ড ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড

৮. মাস্টার কার্ড ক্লাসিক লোকাল ক্রেডিট কার্ড

৯. মাস্টার কার্ড গোল্ড লোকাল ক্রেডিট কার্ড

১০. মাস্টার কার্ড ক্লাসিক ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড


বাংলাদেশের আর সব ব্যাংকের চেয়ে ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের তালিকা অনেক বড়। যা গ্রাহকের জন্য অনেক সুবিধা জনক। কারণ গ্রাহক তার পছন্দমত বা প্রয়োজন অনুযায়ী ক্রেডিট কার্ড বাছাই করতে পারবেন। যা একজন গ্রাহক হিসেবে সবাই চায়।


আর ডাচ্ বাংলা ব্যাংক সে বিষয়ে খেয়াল রেখে এসব কার্ডের সুযোগ-সুবিধা দেয় এ বিষয়ে আপনারা অনেকেই আছেন যারা ডাচ্ বাংলা ব্যাংক হতে ক্রেডিট কার্ড রয়েছে এ বিষয়ে অবগত নয়। এ বিষয়ে সবার জেনে রাখা প্রয়োজন কারণ বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ডের বিভিন্ন রকমের অফার আছে।


আপনার কাছে একটি ক্রেডিট কার্ড থাকলে আপনি অনলাইনে মোবাইল লোন পরিশোধ করতে পারবেন ক্রেডিট কার্ড ব্যবহার করে।


ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের সুবিধা ও অফার


১. ফ্রিতে আপনি নগদ উত্তোলন ও তহবিল স্থানান্তর সুবিধা।

২. প্রথম বছর কার্ড ফি এবং এক্সাইটিং ডিসকাউন্ট ও অফার।

৩. সুদের হার সর্বনিম্ন, আর ৫০ দিনের সুদমুক্ত টাইম।

৪. ফ্লেক্সিবেল পেমেন্ট সুবিধা।

৫. জিরো লেট পেমেন্ট ফ্রী ও নগদ তোলার সুবিধা।

৬. সর্বাধিক সুরক্ষিত ইএমবি ক্রেডিট কার্ড।

৭. লেনদেন সতর্কতার এসএমএস।

৮. গোল্ড ক্রেডিট কার্ড গ্রাহকের জন্য রিওয়ার্ড আয়োজন।


বাংলাদেশের সকল ব্যাংক রয়েছে তার থেকে ডাচ্ বাংলা ব্যাংক সেরা। কারণ ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা আর সকল ব্যাংকের চেয়ে বেশি। ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে আপনি যে কোন সময় অর্থ লেনদেন করতে পারবেন।


কার্ডের মাধ্যমে লেনদেন করতে চাইলে আপনার অবশ্যই ডাচ্ বাংলা ব্যাংকে একটি একাউন্ট থাকা জরুরী। আর আপনার এসব ডাচ্ বাংলা ব্যাংকের বিভিন্ন কার্ডের মধ্যে যেকোন একটি কার্ড থাকতে হবে যার মাধ্যমে আপনি লেনদেন করবেন।


ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড এ আর সব ব্যাংকের তুলনায় সুযোগ-সুবিধা একটু বেশি। আপনারা অনেকেই জানেন না ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের অফারের ব্যাপারে। ডাচ্ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডে বিভিন্ন অফার প্রদান করে থাকে। এই অফার গুলো উপভোগ করতে চাইলে ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড বেছে নিতে পারেন।


ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড পেতে প্রয়োজনীয় কাগজপত্র


১. এক কপি পাসপোর্ট সাইজের গ্রাহকের ছবি।

২. পাসপোর্ট থাকে সে পাসপোর্ট এর কপি এবং গ্রাহকের এনআইডি কার্ড।

৩. ডাচ্ বাংলা ব্যাংকে গত ছয় মাসের লেনদেনের প্রমাণ।

৪. টিআইএন ফটোকপি।

৫. আপনি যেখানে থাকেন আপনার সেই বাসস্থানের ঠিকানা প্রমাণ করা প্রয়োজন।

৬. আপনি যদি কোন কোম্পানিতে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার বেতনের সনদ অথবা বেতন স্লিপ।

৭. আপনার ভিজিটিং কার্ডেরও প্রয়োজন হতে পারে।


বর্তমানকালে ক্রেডিট কার্ড বিশ্বজুড়ে অনেক জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে। বাংলাদেশের জনপ্রিয় ক্রেডিট কার্ডের মধ্যে ডাচ্ বাংলা ব্যাংক অন্যতম। ডাচ্ বাংলা ব্যাংকের কাজগুলো প্রধানত অনলাইন ভিত্তিক।


কিন্তু আপনারা অনেকেই জানেন না ক্রেডিট কার্ডের সুযোগ-সুবিধা কেমন আর ক্রেডিট কার্ড পেতে গেলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। ডাচ্ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের একটি বৈশিষ্ট্য হলো, ব্যাংক চাকরিজীবীদের ক্রেডিট কার্ড প্রদান করার জন্য অগ্রসর থাকে।

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

মো: রেজওয়ান ছাত্র, প্রাণিবিজ্ঞান, স্নাতক (২য় বর্ষ), গভ. শাহ সুলতান কলেজ, বগুড়া