জ্বলছে আগুন বাংলায়, ‘নগরে আগুন লাগলে দেবালয় কিন্তু এড়ায় না’
গত কিছুদিন ধরে প্রায়শ কোথাও না কোথাও আগুন লাগার ঘটনায় আমরা শুধু বিব্রত-ই নই, লজ্জিত-ই নই, হারাচ্ছি জীবন, হারাচ্ছি মানুষ ও মনুষ্যত্ব। একটি পরিচিত কথা আছে, “নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না।”

গত কিছুদিন ধরে প্রায়শ কোথাও না কোথাও আগুন লাগার ঘটনায় আমরা শুধু বিব্রত-ই নই, লজ্জিত-ই নই, হারাচ্ছি জীবন, হারাচ্ছি মানুষ ও মনুষ্যত্ব। একটি পরিচিত কথা আছে, “নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না।” যদি এক নজরে সমস্ত ঘটনা দেখা যায় তাহলে হতেও পারে এই সমস্ত বিষয়ে আমাদের আরো সচেতন হবার প্রয়োজন আছে বলে মনে হতেও পারে। হাজারো মানুষের কান্না আমাদের হৃদয় কে ব্যথিত করলে করতেও পারে। এই অনুচ্ছেদে আমি চেষ্টা করেছি সাম্প্রতিক সময়ে যে যে স্থানে আগুন লেগেছে এবং যা যা ক্ষতি হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরবার।
১. সায়েন্স ল্যাবে আগুন
প্রথম আলো পত্রিকার সূত্র থেকে জানা যায়, সায়েন্স ল্যাবের কাছে ওরিয়েন্টাল লগ কেবিনের বাসিন্দা জাহারাত জাহান বলেন, তিনি প্রথম বিকট একটি শব্দ শুনতে পান। তিনি ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। পরে বারান্দায় গিয়ে দেখেন চারপাশ শুধু ধোয়া আর ধোয়া। তিনি সন্তানদের নিয়ে নিচে নেমে যান। ভবনের অন্য বাসিন্দাদেরও নিচে নামিয়ে খোলা জায়গায় রাখা হয়।
বিস্ফোরণের কারণে ঘটা এই দূর্ঘটনায় দগ্ধ সাত জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
২. বঙ্গবাজারে আগুন
প্রায় সাড়ে ৬ ঘন্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে এই আগুন নেভানো সম্ভব হয়। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে সব। ঈদ উপলক্ষে বাজারের প্রত্যেক দোকানদার অনেক কাপড় কিনেছিলেন। কিন্তু সেসব মালের/কাপড়ের এক সূতোও বাঁচানো সম্ভব হয় নি। অনেকেই তো পথে বসে গেছেন। তাদের আর্তনাদ সময়ের সাথে সাথে চাপা পড়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে এবং স্পষ্টত আমরা ভুলে যাচ্ছি বা গেছি।
৩. নিউ সুপার মার্কেটে আগুন
এই আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় ৩০ জন অসুস্থ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মকর্তা, ফায়ারফাইটার ২১ জন, ভলান্টিয়ার দুইজন, আনসার সদস্য দুইজন, স্কাউট একজন ও বিমান বাহিনীর একজন সার্জেন্ট।
এখানেও আমরা ব্যবসায়ীদের আর্তনাদ আমরা লক্ষ্য করেছি, করছি। বঙ্গবাজার এবং নিউ সুপার মার্কেটে আগুন লাগার বিষয়ে বেশ কিছু মিলও লক্ষ্য করা যায়। আমরা ঠিক জানিনা এই সকল দূর্ঘটনার আসল কারণ কি? সূত্র কি?
পরিশেষ
আপনার প্রতিক্রিয়া কি?






