গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার কারণ ও সতর্কতা
অভিজ্ঞতার অভাবে অথবা সঠিক ভাবে না জানার জন্য আপনি আপনার ওয়েবসাইটটি হারাতে পারেন। গুগল আপনার ওয়েব সাইটটি বন্ধ করে দিতে পারে আপনার ছোট ছোট কিছু ভুলের জন্য। গুগল এডসেন্স পাওয়াটায় বড় বিষয় নয়। তা সঠিকভাবে পরিচালনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য জানতে হবে গুগল এডসেন্সের নীতিমালা সমূহ। সেগুলো কি কি নির্দেশ করে তা জানা জরুরি। তাই গুগলের নীতিমালা সমূহ নিয়েই আজকের আলোচনা।

গুগল অ্যাডসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি ওয়েবসাইটে ইনকাম করার জন্য প্রত্যেকেই এই এডসেন্স টা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। অনেক কষ্টের পর অবশেষে তা পেয়েও যায়। কিন্তু এটি পাওয়ার পরেই কি ইনকাম হতে শুরু করে দিবে? না আসলে তা নয়। একটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স পাওয়ার পর তা আবার বন্ধও হয়ে যেতে পারে।
কারণ গুগল অ্যাডসেন্স এর বেশ কিছু নীতিমালা আছে। যা অনেকেই অবগত নন। ফলে যখন তখন এটি বন্ধ হয়ে যেতে পারে। তাহলে করণীয় কি? কেন এটি বন্ধ হয়ে যায়? কোন বিষয়গুলো এর জন্য দায়ী? আজ এমন কিছু বিষয় নিয়েই হাজির হয়েছি আপনাদের কাছে।
গুগল অ্যাডসেন্স কি?
গুগল অ্যাডসেন্স বন্ধ হওয়া কারণ কি?
অনেক ওয়েবসাইট প্রকাশকই জানেন না যে গুগল অ্যাডসেন্সের নীতিমালাগুলো যে কোনো সময়ই পরিবর্তন হতে পারে। তাই অনেক সময় তারা এই নীতিমালাগুলো নিয়মিত চেক করেন না। এতেও সমস্যাগুলো হয়ে থাকে। এজন্য অনুগ্রহ করে আপডেটের জন্য এই নীতিমালাগুলো নিয়মিতই চেক করা উচিত।
গুগল অ্যাডসেন্স বন্ধ হওয়ার কারণ –
১. অবৈধভাবে বিজ্ঞাপনে ক্লিক
২. কোনো কিছুর প্রতিশ্রুতি দিয়ে ভিউ বাড়ানো
৩. ট্রাফিক
ক. তৃতীয় পক্ষের পরিষেবাগুলি ব্যবহার করার মাধ্যমে ক্লিক বা ইম্প্রেশন তৈরি করা।
খ. তৃতীয় পক্ষের ওয়েবসাইটের অযাচিত সকল ইমেল এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা।
গ. টুলবারগুলির মতো সফ্টওয়্যার অ্যাপ্লিকেশনগুলির ক্রিয়াকলাপের ফলস্বরূপ গুগল বিজ্ঞাপন অনুসন্ধান করা বা ফলাফলগুলি প্রদর্শন করা।
এই কাজগুলো কোনো ওয়েবসাইট যদি করে তবে গুগল তাদের এডসেন্স বন্ধ করে দিতে পারে।
৪. বিজ্ঞাপন বসানো
৫. সাইটের আচরণ
৬. প্রতারণামূলক সাইট নেভিগেশন
ক. কন্টেন্ট স্ট্রিম বা ডাউনলোড করার মিথ্যা প্রদর্শন।
সুতরাং গুগল অ্যাডসেন্সের নীতিমালা অনুযায়ী চললে আপনার ওয়েবসাইটটির ঝুঁকি কম থাকবে। সেক্ষেত্রে আপনার ইনকামটা ধীর গতিতে হলেও তা হারানোর ভয় থাকবে কম।
আজ এই পর্যন্তই। আবারও এমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
আপনার প্রতিক্রিয়া কি?






