Hosting Bangladesh: নিঃসন্দেহে বাংলাদেশের একটি সেরা ডোমেইন ও হোস্টিং প্রোভাইডার
গল্প শুরুর আগের গল্প। Hosting Bangladesh হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় হোস্টিং সার্ভিস প্রোভাইডার। তাই আজ Hosting Bangladesh এবং বাংলাদেশের হোস্টিং সম্পর্কিত আলোচনা এই অনুচ্ছেদে করা হলো।

সময়টা গত ২৫ আগষ্ট ২০২১ সাল। হাতে অল্প কিছু টাকা নিয়ে ভাবছিলাম কীভাবে একটি ডোমেইন কিনবো? কীভাবে একটি হোস্টিং কিনবো? মোবাইল ব্যাংকিং (বিকাশ/রকেট/উপায়) এর মাধ্যমে! না, এটা তো সম্ভব নয়। “দি ব্যাকস্পেস জার্নাল” এর ম্যানেজার সেলিনা আক্তার শাপলাও চিন্তায় পড়ে যায়।
দুটো সমস্যা
হাতে নেই পাসপোর্ট এবং ক্রেডিট কার্ড। তাই ডুয়েল কারেন্সি’র চিন্তা বাদ দিতে হলো। একটা রাত পার হয়ে গেল শুধু এটা ভাবতে ভাবতে যে, Hostinger -থেকে ডোমেইন ও হোস্টিং সার্ভিস কিনতে গেলে ডুয়েল কারেন্সি লাগবে।
সাহায্যের জন্য কারো কাছে আমরা হাত পাতাইনি তেমনও নয়। যেকোন উপায়ে আমাদের Hostinger -থেকে ডোমেইন ও হোস্টিং সার্ভিস কিনতে হবেই। কিন্তু আমরা সেদিন ব্যর্থ হলাম।
Hosting Bangladesh: Professional Support is Our Impression
৯৯.৯৯% পর্যন্ত Up Time
নতুন ওয়েবসাইটে বিভিন্ন ধরণের পরীক্ষামূলক কাজ চালাতে গিয়ে প্রায় প্রায় ওয়েবসাইট ডাউন হয়ে যেত। বেশিরভাগ ক্ষেত্রে লোকাল মার্কেটে পাওয়া বিভিন্ন ওয়ার্ডপ্রেস প্লাগিন ও থিম ব্যবহার করায় ওয়েবসাইটের গতি এমন কমে গেল যে একসময় আমার মনে হলো, “এই কাজ আমাকে দিয়ে হবে না।”
WordPress CMS কেন ব্যয়বহুল ও জটিল?
Hosting Bangladesh এর কিছু সার্ভিসের তালিকা
১. Starter প্যাকেজ
Starter প্যাকেজে এখন পাচ্ছেন এক বছরের জন্য মাত্র ৮০০ টাকায়। নিয়মিত মূল্য হচ্ছে, ১,৫০০ টাকা। এক নজরে প্যাকেজটি দেখুন,
২. Grower প্যাকেজ
Grower প্যাকেজে এখন পাচ্ছেন এক বছরের জন্য মাত্র ২,৭৫০ টাকায়। নিয়মিত মূল্য হচ্ছে, ৫,০০০ টাকা। এক নজরে প্যাকেজটি দেখুন,
BANDWIDTH – Unlimited
৩. Rewarder (Perfect For Money Site) প্যাকেজ
Rewarder (Perfect For Money Site) প্যাকেজে এখন পাচ্ছেন এক বছরের জন্য মাত্র ৫,৯৫০ টাকায়। নিয়মিত মূল্য হচ্ছে, ৯,৯৯৯ টাকায়।
NVMe SSD – Unlimited
Hosting Bangladesh এর কিছু শর্ত
*Lifetime domain free applicable only for .com TLD
*Hosting Bangladesh এর অফিসিয়াল ওয়েবসাইট: https://hostingbangladesh.com
*আমার রেটিং - ৪.৫/৫ (SSD তে একটু গতি কম মনে হয়েছে।)
উল্লেখ্য, হাতে এখন ক্রেডিট কার্ড থাকলেও Hosting Bangladesh -এর সাথেই আছি। হ্যাঁ, মানছি লাইট স্পীড দিলেও বিদেশি সার্ভারের তুলনায় গতি একটু কম। তো কি হয়েছে! টেরা হে, পার মেরা হ্যায়। বাকি সব ফার্স্ট ক্লাস।
আজ এই পর্যন্তই। আশা করছি এই আর্টিকেলটি আপনাদের জন্য একটু হলেও উপকারী ছিলো। ধন্যবাদ।
আরও পড়ুনঃ ডোমেইন কর্তৃপক্ষ DA (Domain Authority) কি? কীভাবে কাজ করে?