‘হোস্টিং বাংলাদেশ’ নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা ডোমেইন এবং হোস্টিং প্রদানকারী
গল্প শুরুর আগের গল্প। Hosting Bangladesh হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় হোস্টিং সার্ভিস প্রোভাইডার। তাই আজ Hosting Bangladesh এবং বাংলাদেশের হোস্টিং সম্পর্কিত আলোচনা এই অনুচ্ছেদে করা হলো।

সময়টা গত ২৫ আগষ্ট ২০২১ সাল। হাতে অল্প কিছু টাকা নিয়ে ভাবছিলাম কীভাবে একটি ডোমেইন কিনবো? কীভাবে একটি হোস্টিং কিনবো? মোবাইল ব্যাংকিং (বিকাশ/রকেট/উপায়) এর মাধ্যমে! না, এটা তো সম্ভব নয়। ‘দি ব্যাকস্পেস জার্নাল’ এর ম্যানেজার সেলিনা আক্তার শাপলাও চিন্তায় পড়ে যায়।
দুটো সমস্যা
১. ব্যাজেট কম
হাতে নেই পাসপোর্ট এবং ক্রেডিট কার্ড। তাই ডুয়েল কারেন্সি’র চিন্তা বাদ দিতে হলো। একটা রাত পার হয়ে গেল শুধু এটা ভাবতে ভাবতে যে, ‘Hostinger’ থেকে ডোমেইন ও হোস্টিং সার্ভিস কিনতে গেলে ডুয়েল কারেন্সি লাগবে।
সাহায্যের জন্য কারো কাছে আমরা হাত পাতাইনি তেমনও নয়। যেকোন উপায়ে আমাদের Hostinger থেকে ডোমেইন ও হোস্টিং সার্ভিস কিনতে হবেই। কিন্তু আমরা সেদিন ব্যর্থ হলাম।
Hosting Bangladesh: Professional Support is Our Impression
১. ৫ মিনিটে রেসপন্স
বেশ কিছু লেখা পড়েছিলাম বাংলাদেশের হোস্টিং সার্ভিস নিয়ে। সত্যি বলতে সেসবের কোনটাই ইতিবাচক ছিলো না। তাই আমরা ‘Hosting Bangladesh’ কে প্রচুর বিরুক্তিকর ম্যাসেজ পাঠাতে শুরু করলাম। পরীক্ষামূলক এই ম্যাসেজের মাধ্যমে আমরা শুধু নিশ্চিত হতে চাচ্ছিলাম যে, “সার্ভিস ঠিকঠাক পাবো তো?”
৯৯.৯৯% পর্যন্ত Up Time
নতুন ওয়েবসাইটে বিভিন্ন ধরণের পরীক্ষামূলক কাজ চালাতে গিয়ে প্রায় প্রায় ওয়েবসাইট ডাউন হয়ে যেত। বেশিরভাগ ক্ষেত্রে লোকাল মার্কেটে পাওয়া বিভিন্ন ওয়ার্ডপ্রেস প্লাগিন ও থিম ব্যবহার করায় ওয়েবসাইটের গতি এমন কমে গেল যে একসময় আমার মনে হলো, “এই কাজ আমাকে দিয়ে হবে না।”
এরমধ্যে আমি ব্যক্তিগতভাবে এতবার ‘Hosting Bangladesh’ কে নক দিয়েছি যে, এখন শুধু ডোমেইন নেম সাবমিট করলেই সাপোর্ট সিস্টেমে আমাকে আগে দেখায় যে, “আপনার সাইট লাইভ আছে।”
WordPress CMS কেন ব্যয়বহুল ও জটিল?
তাই বর্তমান ওয়েবসাইট PHP Script এ তৈরি করা হয়েছে। যার বেশিরভাগ কাস্টমাইজ করতে যেসব কোডিং দরকার তা আমি ব্যক্তিগতভাবে করেছি এবং করেই চলেছি। সাহিত্যের ছাত্র হয়ে গত ৮-৯ মাস ধরে সেসব চলছে।
এখন কিছুটা মুক্তি পেয়েছি। কারণ CSS কি? JavaScript কি? PHP কি? HTML কি? CDN কি?... এসবের কিছুই আমি জানতাম না। তাই নতুন কোন কোড ভুলভাবে দেওয়ার কারণে সাইট হয়ে যেত বারবার ডাউন। কিন্তু ‘Hosting Bangladesh’ এর সাপোর্ট সিস্টেম কখনো বিরুক্ত হয় নাই।
Hosting Bangladesh এর কিছু সার্ভিসের তালিকা
১. Starter প্যাকেজ
NVMe SSD - 5 GB
২. Grower প্যাকেজ
NVMe SSD - 15 GB
৩. Rewarder (Perfect For Money Site) প্যাকেজ
NVMe SSD – Unlimited
Hosting Bangladesh এর কিছু শর্ত
* Hosting Bangladesh এর অফিসিয়াল ওয়েবসাইট: https://hostingbangladesh.com
* আমার রেটিং - ৪.৫/৫ (SSD তে একটু গতি কম মনে হয়েছে।)
উল্লেখ্য, হাতে এখন ক্রেডিট কার্ড থাকলেও Hosting Bangladesh এর সাথেই আছি। হ্যাঁ, মানছি লাইট স্পীড দিলেও বিদেশি সার্ভারের তুলনায় গতি একটু কম। তো কি হয়েছে! টেরা হে, পার মেরা হ্যায়। বাকি সব ফার্স্ট ক্লাস।
আজ এই পর্যন্তই। আশা করছি এই আর্টিকেলটি আপনাদের জন্য একটু হলেও উপকারী ছিলো। ধন্যবাদ
আপনার প্রতিক্রিয়া কি?






