কারাগারে কেমন দিন কাটাচ্ছেন ইমরান খান

কারাগারে কেমন দিন কাটাচ্ছেন ইমরান খান। ইমরান খান কারাগারে অনেক কষ্টে রয়েছেন। তৃতীয় শ্রেণীর কারাগারে ইমরান খানকে রাখা হয়েছে বলে দাবি তার আইনজীবীর। এ ব্যাপারে জানতে আমাদের পুরো আর্টিকেলটি পড়ুন।

অগাস্ট 12, 2023 - 18:00
অগাস্ট 17, 2023 - 02:37
 0
কারাগারে কেমন দিন কাটাচ্ছেন ইমরান খান
কারাগারে কেমন দিন কাটাচ্ছেন ইমরান খান | ছবি সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমান সময়ে জেলখানায় অবস্থান করছে। গণমাধ্যম এর মাধ্যমে জানা গেছে কারাগারে ভালো দিন কাটছে না ইমরান খানের। এবং কারাগার কর্তৃপক্ষ তাকে যেখানে রেখেছেন সেখানকার স্বাস্থ্যসম্মত পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। পিটিআই দলের এই নেতার জেলখানার কক্ষে দিনের বেলা উঠছে মাসি এবং রাতের বেলা বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব সেখানে দেখা গেছে বলে দাবি করছে দলটির নেতা বৃন্দরা এবং তার সাথে তিনি নিজেও এই সকল অভিযোগ করছেন। 


এ সকল পরিস্থিতির কারণে ইমরান খান তার আইনজীবীদের জরুরী ভিত্তিতে তাকে সেখান থেকে বের করার তাগাদা দিচ্ছেন কারাগারের একটা সূত্রে জানা গেছে কারাগারে যখন ইমরান খানের সাথে তার আইনজীবী দেখা করতে যায় তখন ইমরান খান নিজেই সেই আইনজীবীকে সেখানকার এই সকল খারাপ পরিস্থিতি সম্পর্কে জানায় এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে এরকম প্রতিকূল পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসার পরামর্শ দেন বলে জানা গেছে। গত শনিবারে মূলত ইমরান খানকে আটক করা হয়


তাকে মূলত রাষ্ট্রীয় উপহার কিনা বেচা অর্থাৎ তোশাখানা দুর্নীতির মামলায় তিন বছরের জন্য জেল দেয় আদালত। আর সেজন্যই শনিবার ইমরান খান কে তার লাহোরের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। আর শনিবারেই তাকে পুলিশ আটক জেলে রাখেন।  কারাগার সূত্রে জানা যায় জেলে দুর্বিসহ জীবন কাটাচ্ছে ইমরান খান। সেখানে তার অনেক খারাপ দিন কাটছে বলে জানা যায় । তিনি তার আইজীবির সঙ্গে দেখা করার সময় তার আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন  আমি এখানে থাকতে চাই না আমাকে আপনারা বের করুন এখান থেকে।”


কারা কর্তৃপক্ষগত সোমবার আইনজীবী নাঈম হায়দার পাঞ্জোথাকে ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করার জন্য অনুমতি দেয় ইমরান খানের সঙ্গে সেই আইনজীবী জেলখানাতে দেখা করে আসার পর তিনি সাংবাদিকদের বলেন, “ইমরান খানকে জেলখানায় অনেক কষ্টকর একটি পরিস্থিতিতে রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী কে সি শ্রেণীর কারাগারে রাখা হয়েছে বলে জানাই এই আইনজীবী।”


এই আইনজীবী আরো বলেন জেলখানাতে ইমরান খানকে এত কষ্টদায়ক জায়গায় রাখা হয়েছে তার পরেও ইমরান খান কোনভাবেই তার মনোবল হারায়নি তিনি বলেছেন দরকার পড়লে সারা জীবন জেল খাটবো কিন্তু কারো দাসত্ব আমি মেনে নিতে রাজি নই।” কারাগারের এক জৈষ্ঠ্য কর্মকর্তার কাছ থেকে জানা যায় পাকিস্তানি কারা বিধি ১৯৭৮ অনুযায়ী কারাগারের কয়েদিদের তিনটি শ্রেণীতে বিভক্ত করে রাখা হয়। এ তিনটি শ্রেণি হল উচ্চতর, সাধারণ পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে। সে কারাকর্তৃপক্ষ জানায় ইমরান খানকে দ্বিতীয় শ্রেণীর আওতায় রাখা হয়েছে তিনি কারাগারে চাইলে বই নিতে পারবেন এর পাশাপাশি তিনি নিতে পারবেন পত্রিকাওএছাড়া ইমরান খানের জন্য সেখানে বরাদ্দ থাকবে একটি চেয়ার এবং একটি টেবিল। এর পাশাপাশি একটি তোষক সেখানে থাকবে এবং একটি একুশ ইঞ্চি টেলিভিশন ও থাকার কথা জানায় এই ব্যক্তি।” 


এছাড়া জেলখানা থেকে সরবরাহ করা হবে খাবার কিন্তু বাইরে থেকে কোন খাবার দেওয়ার সুবিধা নেই সেখানে দ্বিতীয় শ্রেণীর সুবিধাভোগী হিসেবে ইমরান খান প্রতি সপ্তাহে একদিন তারা আইনজীবী এবং পরিবারের এ কারো সঙ্গে দেখা করতে পারবেন। এ সকল কিছুর পাশাপাশি ইমরান খান বাড়তি কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে কিন্তু তার জন্য কারা পরিদর্শকের কাছে আবেদন জানাতে হবে বলে জানায় এই ব্যক্তি।


বাস্তব পক্ষে এসব সুযোগ-সুবিধার কথা বলা হলেও ইমরান খানের বক্তব্যের সঙ্গে সেটি মিলছে না। ইমরান খানের বক্তব্য অনুযায়ী তাকে যেখানে রাখা হয়েছে সেখানে দিনের বেলা উঠছে মাছি আর রাতের বেলা সেখানে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবে তিনি অতিষ্ঠ হয়ে পড়ছেন। এ সকল তথ্য তিনি তার আইনজীবী কে দেন এবং সে আইনজীবী গণমাধ্যমকে উদ্দেশ্য করে এ সকল কথা বলেন। 

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

মো: বুলবুল আহমেদ ছাত্র আজিজুল হক কলেজ