স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত?

সর্ম্পক এমন একটি শব্দ যা মধ্যে লুকিয়ে আছে হাজারো অর্থ। সর্ম্পক শব্দটি আমাদের সমাজে চলার পথে এক অবিচ্ছেদ্য অংশ। সর্ম্পক ছাড়া আমরা চলতে পারব না এই শব্দটির মধ্যে রয়েছে মায়া, আন্তরিকতা, টান, ভালোবাসা। আমাদের সমাজে মানুষ পরিবারকে বেশি প্রাধান্য দেয়, দেওয়া উচিত।

অগাস্ট 2, 2023 - 18:30
অগাস্ট 2, 2023 - 22:57
 0
স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত?
স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত? | Image by eksomolika on Freepik

সর্ম্পক যেমন হওয়া উচিত

সর্ম্পক এমন একটি শব্দ যা মধ্যে লুকিয়ে আছে হাজারো অর্থ। সর্ম্পক শব্দটি আমাদের সমাজে চলার পথে এক অবিচ্ছেদ্য অংশ। সর্ম্পক ছাড়া আমরা চলতে পারব না এই শব্দটির মধ্যে রয়েছে মায়া, আন্তরিকতা, টান, ভালোবাসা আমাদের সমাজে মানুষ পরিবারকে বেশি প্রাধান্য দেয়, দেওয়া উচিত। আর এই পরিবার গঠিত হয় বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রী মধ্যে সঠিক বোঝা পড়াই পারে সংসারে সারাজীবনে সুখের পরশ আনতে


সর্ম্পক ঠিক কতটা মজবুত হবে তা শুধু একে অপরে ভালোবাসা উপর নির্ভর করে না। ভালোবাসা ছাড়াও সর্ম্পক মজবুত করে আরও অন্য বিষয়ে উপর-আসুন দেখি সেগুলো একে অন্যের প্রতি বিশ্বাসএকে অন্যের প্রতি বিশ্বাস রাখতে হবে হাজারো প্রতিকূল অবস্থা আসলেও এই বিশ্বাসে ভিত্তি মজবুত রাখতে হবে। সর্ম্পকে ওঠা নামা থাকবে বিশ্বাসে ভিত যদি শক্ত হয় সর্ম্পক হবে অমলিন


দেখভাল করা

জীবনের শুরুতে একজন আরেকজনকে প্রতিজ্ঞা করবে। একজনে আরেক জনকে ভালো-মন্দ, নিরাপত্তা স্বাস্থ্যসহ সবকিছু দেখা শুনা করতে হবে সুসর্ম্পক এমন হওয়া উচিত


পরস্পরের প্রতি সম্মান করা

সর্ম্পকের মধ্যে পরস্পারিক সম্মান থাকা খুব জরুরি ভালোবাসা আলাদা জিনিস সর্ম্পকে এটা থাকবে। সেটা অস্বাভাবিক কিছু নয় একে অপরে পছন্দ আলাদা হতে পারে। আর সে অপছন্দ গুলিকে এরিয়ে না গিয়ে বরং সেগুলোর স্বাদ নিন একসঙ্গে দুজনে পছন্দ অপছন্দ গুলো ভাগাভাগি করুন


মনোযোগী হওয়া

স্বামী স্ত্রী একে অন্যের প্রতি মনোযোগী হওয়া। যেমন আপনার স্বামী কোনো কথা বলল আপনি সে কথা মনোযোগ দিয়ে শোনলেন। সব সময় দুজন দুজনকে গুরুত্ব দিবেন


দৃঢ় বন্ধন

পরিস্থিতি যেমননি হক না কেনো দুজন দুজনকে কখনো ছেড়ে যাবেন না। সে পরিমান মজবুত হতে হবে সর্ম্পকের ভিত


খোলামেলা সর্ম্পক

যে কোনো সর্ম্পকে বন্ধুত্ব থাকা জরুরি এটা সুস্থ সর্ম্পকের অন্যমত বৈশিষ্ট্য। দুজনে ভাল লাগা, মন্দ লাগা, আনন্দ-দুঃখ, চিন্তা সব কিছু একে অপরে কাছে মন খুলে প্রকাশ করুন। সর্ম্পকে কোনো জড়তা রাখবেন না সর্ম্পক সহজ করতে কোনো কিছু চেপে না রেখে মন খুলে বলুন আপনার সঙ্গীর কাছে।


সুখে রাখা প্রতিজ্ঞা

এক জন আরেকজনকে সবসময় সুখী রাখার চেষ্টা করবে। মানুষের জীবনে দুঃখের সময় আসে সে সময় আপনার সঙ্গীকে মানসিক সাপর্ট দিতে হবে। আর প্রতিজ্ঞা করতে হবে সুখে দুখে পাশে থাকার


গোপনীয়তা রক্ষা করা 

মানুষের জীবনে কম বেশি গোপন ঘটনা থাকে। একজন স্বামী উচিত তার স্ত্রীর গোপন কোনো কথা গোপন করা। ঠিক তেমন ভাবে স্ত্রীর উচিত তার স্বামী গোপন কথা গোপন রাখা, গোপন বিষয় গুলো বাহিরে না যায় নিজেদের মধ্যে থাকে


সিদ্ধান্ত

পরিবারে কোনো সিদ্ধান্ত স্বামী স্ত্রী দুজন মিলে নেওয়া উচিত। কোনো বিষয়ে ভাল মন্দ দুজন আলোচনা করে সিদ্ধান্ত নিন চেষ্টা করুন পরিবারে দুজন মিলে ভাগাভাগি করে। এতে অনেক জটিল বিষয় সহজ হয়ে ঠবে


সমস্যা সমাধান 

জীবন চলার পথে অনেক সমস্যা আসবে এটাই স্বাভাবিক আর যে ঝড় ঝাপটাই আসুক না কেনো দুজন মিলে সমাধান করুন


একে অপরের আশ্রয় 

প্রেমে পড়লে মানুষ আশ্রয় খোঁজেন আর তো বিয়ে করলে মানুষ আশ্রয় খোঁজবেন চান একটা ভরসার কাঁধ। আপনি আপনার সঙ্গীর ভরসার জায়গা হয়ে উঠুন,একে অপরকে খারাপ সময়ে মানসিক জোর দিন। জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত দুজন দুজনকে ভালোবাসার প্রতিজ্ঞা করুন ভালোবাসা ও শ্রদ্ধাবোধ পারে সংসারে সুখ আনতে আর এটাই হলো স্বামী স্ত্রীর সঠিক সর্ম্পক

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow