যেভাবে বুঝবেন সম্পর্কে তৃতীয় কেউ এসেছে

সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসার লক্ষণ। যে সকল বিষয় দেখে বুঝবেন আপনার সম্পর্কে তৃতীয় কেউ এসেছে। তৃতীয় কেউ আপনার সম্পর্কে এসে বাধা দিচ্ছে যা দেখে সেটা আপনি বুঝবেন। এই ব্যাপারে জানতে পোস্ট টি পড়ুন।

অগাস্ট 9, 2023 - 20:30
অগাস্ট 9, 2023 - 23:11
 0
যেভাবে বুঝবেন সম্পর্কে তৃতীয় কেউ এসেছে
যেভাবে বুঝবেন সম্পর্কের তৃতীয় কেউ এসেছে | ছবি: Image by Freepik

স্বামী স্ত্রী সর্ম্পকের মধ্যে সবচেয়ে গুরুত্বর্পূন হলো ভালোবাসার সর্ম্পক। এই সর্ম্পক অনেক মধুর তখন দুজনে মধ্যে ভালোবাসা গভীর হয়। আর আনন্দময় জীবনের ছন্দপতন ঘটে যখন তৃতীয় জন তাদের জীবনে আছেযান্ত্রিক নাগরিক জীবনে এটা কোনো নতুন ঘটনা নয়। সেই জন্যে আপনার দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি আসছে কি না তা আপনি ভালো জানবেন। আপনার স্বামী কিংবা স্ত্রী যদি কোনো সর্ম্পকে জড়িয়ে পড়ে তাহলে আপনি প্রথমে বুঝতে পারবে। কারন সে আপনার কাছে থেকে লুকানো চেষ্টা করবে। তারপরও আমরা আপনাদের কিছু লক্ষন বলে দিব-চলুন জেনে নেই


সময় দিবে না

সাধারনত একজন অন্যজনকে সময় দিতে চাইবে না। স্বামী বা স্ত্রী যাই হোক না কেনো সে অনলাইনে সময় কাটাবে তার নতুন সঙ্গীকে সময় দিবে। তাদের দুজনে কেউও একসঙ্গে ঘুরতে যাবেনা


বিছানার দূরত্ব

স্বামী বা স্ত্রী কেউ যদি নতুন সর্ম্পকে জড়িয়ে পড়ে, তাহলে দেখবেন এক বিছানাতে ঘুমাতে অনীহা চলে আসবে। দুজনে আলাদা ঘরে ঘুমাবে। বিছানার দূরত্ব বেড়ে যাবে


সামান্য বিষয়ে ঝগড়া

তুচ্ছ বিষয়ে সাড়াক্ষন ঝগড়া লেগে থাকবে। স্বামী যদি সর্ম্পকে জড়িয়ে পড়ে তাহলে সে বউয়ে সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া করবে। অন্য দিকে বউ যদি সর্ম্পকে জড়িয়ে পড়ে তখন তার সংসার স্বামী সবকিছু চোখে বিষ মনে হবে


অবহেলা শুরু হবে

স্বামীর জীবনে অন্য মেয়ের আগমন ঘটে ,আর বউ যদি তার সামনে সুন্দর করে সাজে আসে প্রসংশা করা তো দূরে কথা তাকাবেও না। তেমনি করে বউ যদি সর্ম্পক করে। আর স্বামী কোথায় যায় না যায় তা খবর নিবে না। এমন কি সে কি খাবে না খাবে তা খবর নিবে না। এগুলো লক্ষন দেখবেন আপনার সঙ্গীর জীবনে তৃতীয় ব্যক্তি আগমন ঘটেছে


অনলাইনে ব্যস্ত থাকবে

আপনার স্বামী বা বউ যে কেউ নতুন সর্ম্পকে জড়িয়ে পড়লে দেখবে । সে আপনাকে সময় না দিয়ে মোবাইল বা ল্যাপটপে বেশি সময় দিতেছে


যত্নে অনীহা

আগে আপনার বউ আপনাকে নতুন নতুন রান্না করে খাওয়াতে। এমনকি আপনার পছন্দের রেসিপি রান্না করে আপনাকে সারপ্রাইস দিত। এখন আপনাকে রান্না করে দিতে অনীহা করেন।তেমনি আপনার স্বামী আগে দেখতে অফিসের ফাঁকে আপনার খোঁজ খবর দিতেন। ছুটির দিনে বাহিরে ঘুরতে নিয়ে যেতেন।এগুলো লক্ষন দেখে বুঝবে আপনার স্বামী বা স্ত্রী জীবনে তৃতীয় ব্যক্তি এসেছে


পরিশেষে বলব- স্বামী স্ত্রী মধুর সর্ম্পক ভেঙ্গে যায় তৃতীয় ব্যক্তির কারনে। এরকম সর্ম্পকে কারনে কত পরিবার নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রী সর্ম্পক আল্লাহ তায়ালা পবিত্র করে পাঠিয়েছে। তাই পরকীয়া মত হারাম সর্ম্পক করে আল্লাহর দেয়া হালাল সর্ম্পক নষ্ট করবেন না আপনারা। 

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow