কীভাবে বুঝবেন আপনার ভালোবাসা একতরফা নয়?

কীভাবে বুঝবেন আপনার ভালোবাসা একতরফা নয়। দুটি মানুষের মধ্যে সর্ম্পকে ভালোবাসা যেমন থাকবে তেমন খুনসুটি ও থাকবে। দুজন দুজনকে ভালোবাসলে তা চেয়ে স্বস্তি আনন্দের কথা পৃথিবীতে আর কি হতে পারে। আর একতরফা ভালোবাসা একটু জটিল সঙ্গীকে অন্ধের মত ভালোবেসে যাওয়া আর নিজেকে বুঝানো সব তো ঠিকঠাকই চলতেছে।

অগাস্ট 7, 2023 - 09:00
অগাস্ট 7, 2023 - 00:05
 0
কীভাবে বুঝবেন আপনার ভালোবাসা একতরফা নয়?
কীভাবে বুঝবেন আপনার ভালোবাসা একতরফা নয়?

কীভাবে বুঝবেন আপনার ভালোবাসা একতরফা নয়দুটি মানুষের মধ্যে সর্ম্পকে ভালোবাসা যেমন থাকবে তেমন খুনসুটি ও থাকবে। দুজন দুজনকে ভালোবাসলে তা চেয়ে স্বস্তি আনন্দের কথা পৃথিবীতে আর কি হতে পারে। আর একতরফা ভালোবাসা একটু জটিল সঙ্গীকে অন্ধের মত ভালোবেসে যাওয়া আর নিজেকে বুঝানো সব তো ঠিকঠাকই চলতেছে। এই ধরনে ভালোবাসার জন্য আপনাকে হতাশা গ্রাস করবে এবং আপনি মানসিক রোগী হয়ে যাবেন


আপনি যেভাবে সঙ্গীকে ভালোবাসেন কিন্তু আপনার সঙ্গী সেভাবে আপনাকে ভালোবাসে না। খুব বেদনাদায়ক আবার অনেকেই সঠিক সময়ে এটি বুঝতে পারে না, তিনি একতরফা সর্ম্পকে আছেন যদি আপনার মনে হয় একতরফা ভালোবাসা আছেন, তাহলে নিশ্চিত হতে কয়েকটি লক্ষ জেনে নিতে পারেন যা আজকে আমরা বলব আপনাদের।


আপনিই যোগাযোগ করেন

সর্ম্পকের ক্ষেত্রে মূখ্য বিষয় হল যোগাযোগ আপনি যদি দেখেন সপ্তাহ জুড়ে আপনার সঙ্গিকে টেক্সট মেসেজ, ফোন কল এবং সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছেন। তার মানে দাঁড়াচ্ছে আপনার সর্ম্পক একতরফা।যোগাযোগের ক্ষেত্রে আপনি প্রথম ব্যক্তি হন, তাহলে বুঝবেন আপনার সঙ্গী আপনাকে প্রাধান্য দিতেছে না


সমর্থনের অভাব

একতরফা সর্ম্পকে আপনি আপনার সঙ্গীর ভালো-খারাপ সময়ে পাশে থেকে সমর্থন করে আসছেন। আর যখন আপনার খারাপ সময়ে আপনার সঙ্গীকে খুব প্রয়োজন তখন তাকে খুঁজে পাওয়া যাবে না।তখন বুঝবেন প্রয়োজনে ভরসার হাত পাশে না পাওয়া হতে পার একতরফা ভালোবাসা


প্রশংসা না করা 

আপনি আপনার সঙ্গীকে খুশি করার শত চেষ্টা করেও প্রশংসা তো দূরে কথা,আপনার চেষ্টার কোনো মূল্য দেয় না তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। প্রিয় মানুষটার জন্য সবটা করেও প্রশংসা না পাওয়ার লক্ষন কিন্তু একতরফা সর্ম্পক


অবহেলা করা

এ রকম সর্ম্পকে একজন চাই সঙ্গীর সাথে সময় কাটাতে অন্যজন একত্রে সময় কাটাতে অনীহা দেখায়। বিভিন্ন অজুহাত দেখিয়ে দূরে থাকতে চায়।একতরফা সর্ম্পক এক দিনে হয়নি। বরং দুজনে যোগাযোগের অভাব,অভিমান,অবহেলা, একসময়ে সুন্দর সর্ম্পক হয়ে ওঠে একতরফা সর্ম্পক।


অবমূল্যায়ন করা

কোনো সর্ম্পকে নিজের চাহিদা পূরন করা ভুল কিছু না কিন্তু সে চাহিদা পূরন করতে গিয়ে অপর পক্ষের চাহিদা পূরন করতে সচেষ্ট না হয়। তাহলে বুঝবেন আপনার সর্ম্পক একতরফা সর্ম্পক দিকে যাচ্ছে


বিশ্বাসের অভাব

একটা সর্ম্পক গড়ে ওঠে বিশ্বাসের উপর আর সে বিশ্বাস ভেঙ্গে গেলে সর্ম্পকে ভিত নড়েচরে বসে। এক জনের কাছে বিশ্বাস থাকে অন্যজনের কাছে থাকে না


আপনিই শুধু ক্ষমা চাইবেন

সব সময় আপনি ক্ষমা চান আপনার কোনো ভুল না থাকলেও যদি আপনি ক্ষমা চান তাহলে বুঝবেন আপনার সর্ম্পক একতরফার লক্ষন।


চাপ একাই নেওয়া

একটা সর্ম্পকে হাজারো সমস্যা আসবে সে সমস্যা দুজন মিলে সমাধান করতে হয়। কিন্তু একজন সে সমস্যা সমাধান করে আর অন্য জন পালিয়ে বেড়াই তখন একজনের উপর চাপ পরে। তখনি আপনি বুঝতে হবে আপনি একতরফা সর্ম্পকে জড়িয়ে আছেন


পরিশেষে বলতে চাই,ভালোবাসার সর্ম্পক হলো পবিত্র সর্ম্পক। আর সর্ম্পকে যদি থাকে স্বার্থপরতা, অবহেলা,অবিশ্বাস, এগুলো থাকে এবং আপনি সে সর্ম্পক বয়ে নিয়ে যান একাই। তাহলে সে সর্ম্পক বেশি দিন টিকবে না। আপনি যদি সর্ম্পকে একাই বয়ে নিতে চান, তাহলে দেখবেন এক সময় আপনি মানসিক রোগী হয়ে পড়ছেন আপনার উচিত এই সর্ম্পক থেকে বেরিয়ে আসা

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow