এবি ব্যাংক (AB Bank) এর ক্রেডিট কার্ডের সম্পর্কে জানুন

এবি ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কে কিছু আজানা তথ্য জানুন। এবি ব্যাংকের ক্রেডিট কার্ড এর সুবিধাবলী। যেসকল কাজে এই কার্ড ব্যাবহার করা যাবে।

অগাস্ট 5, 2023 - 13:30
অগাস্ট 7, 2023 - 10:33
 0
এবি ব্যাংক (AB Bank) এর ক্রেডিট কার্ডের সম্পর্কে জানুন
এবি ব্যাংক (AB Bank) এর ক্রেডিট কার্ডের সম্পর্কে জানুন | Image Source: AB Bank Limited

বর্তমানকালে ক্রেডিট কার্ড এর ব্যবহার ব্যাপক। ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি অনলাইন, অফলাইন বিভিন্ন জায়গাতে কেনাকাটা, লেনদেন করতে পারবেন। ক্রেডিট কার্ডের সুবিধা ও বিভিন্ন রিওয়ার্ড পয়েন্টস থাকে। যা একটি আকর্ষণীয় বিষয়। অনেকেরই এ বি ব্যাংকে একাউন্ট আছে।


কিন্তু এ বি ব্যাংকের ক্রেডিট কার্ডের ব্যাপারে অনেকেই অবগত নয়। এবি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করার মাধ্যমে আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন।


তবে এটি অবশ্যই ক্রেডিট লিমিটের মধ্যে থাকতে হবে। আপনি যত বেশি ক্রেডিটের মাধ্যমে খরচ করবেন
, ব্যাংক আপনার ক্রিকেট লিমিট সেই হিসেবে বাড়িয়ে অথবা কমিয়ে দিবে। নিচে এ বি ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কে আলোচনা করা হলো



এবি ব্যাংকের ক্রেডিট কার্ড পেতে প্রয়োজনীয় তথ্য

১. লাস্ট ছয় মাসের স্যালারি স্টেটমেন্ট

২. এন আই ডি কার্ড

৩. ক্রেডিট কার্ড গ্রাহকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি

৪. আপনার যে নমিনি থাকবে তার ছবি ও এনআইডি কার্ড

৫. গ্রাহকের টিন সার্টিফিকেট



এবি ব্যাংকের কার্ড ৩ প্রকারের

১. গোল্ড কার্ড

২. টাইটানিয়াম কার্ড

৩. ওয়ার্ল্ড মাস্টার কার্ড



এবি ব্যাংকের কার্ডের বাৎসরিক চার্জ সমূহ

১. আপনি যদি গোল্ড ক্রেডিট কার্ড ধারী হয়ে থাকেন তাহলে আপনার বছরে ২০০০ হাজারের বেশি চার্জ কাটবে

২. আপনি যদি টাইটেনিয়াম কার্ড ইউজার হয়ে থাকেন তাহলে আপনার রোজ শরীফ চার্জ পড়বে ৪৫০০ টাকা এবং সাথে ১৫% ভ্যাট দিতে হবে

৩. আর আপনি যদি ওয়াল্ড মাস্টার কার্ডের ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার বাৎসরিক চার্জ ৮০০০ টাকা কাটবে। এবং সাথে ১৫% ভ্যাট দিতে হবে



কত টাকা আয় থাকলে এবি ব্যাংকের কার্ড নিতে পারবেন
?

গোল্ডেন মাস্টার কার্ড ব্যাবহার করতে চাইলে আপনি যদি প্রাইভেট কোনো জব করেন আপনার স্যালারি মাসে ৩০ হাজার টাকা হতে হবে। আর আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার মাসে ১৮৫০০ টাকা স্যালারি হতে হবে



ইন্সুরেন্স এর সুবিধা

১. কোন ব্যক্তির স্বাভাবিকভাবে মারা গেল ১৫০০০০ হাজার টাকা পর্যন্ত ইন্সুরেন্স পাবে

২. কোন ব্যক্তি যদি একসিডেন্ট হয়ে মারা যায় তাহলে ৩৫০০০০ হাজার টাকা পর্যন্ত ইন্সুরেন্স পাবে

৩. এবি ব্যাংকের পারমিটেড কিছু হসপিটালে যদি আপনি ভর্তি হন তাহলে প্রতিদিন ২ হাজার টাকা করে ইন্সুরেন্স পাবেন। এভাবে মোট ৬০ দিন আপনি এই সুবিধাটি পাবেন

৪. আপনি যদি এক্সিডেন্ট করে থাকেন তাহলে আপনি ১০০০০ হাজার টাকা ইন্সুরেন্স পাবেন



আরো কিছু সুবিধা

১. ইন্টারন্যাশনাল এডুকেশন এর জন্য সুবিধা পাচ্ছেন

২. হেলথ, ট্রাভেল এবং ট্যুরিজম এর জন্য সুবিধা দিয়ে থাকে এবি ব্যাংক


অবশেষে বলা যায়, এ বি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন। একটি ক্রেডিট কার্ড থাকলে আপনি যেকোনো সময় অনলাইনে অথবা অনলাইনে কেনাকাটা করতে পারবেন ইচ্ছামতো। তবে এটা অবশ্যই আপনার ক্রেডিট লিমিট এর মধ্যে থাকতে হবে।

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

মো: রেজওয়ান ছাত্র, প্রাণিবিজ্ঞান, স্নাতক (২য় বর্ষ), গভ. শাহ সুলতান কলেজ, বগুড়া