জেনে নিন বাংলাদেশের সেরা ৫টি পর্যটন কেন্দ্র সম্পর্কে
বাংলাদেশ চির সবুজের দেশ। এ দেশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এবং এখানে আছে অসংখ্য দর্শনীয় স্থান। সেজন্যই বিশ্বের নানা প্রান্তের মানুষ ছুটে আসেন এই সৌন্দর্য উপভোগ করতে। তবে চলুন সেই দর্শনীয় স্থান সম্পর্কে জেনে আসি।

জীবনে সকল প্রশান্তিই বলুন কিংবা জ্ঞান অর্জন করাই বলুন। যাই বলুন না কেন, এই সবই আপনি পেতে পারেন ভ্রমণের মধ্য দিয়ে। তাই তো মানুষ ভ্রমণ করে বিশ্বজুড়ে। আর সেজন্যই আজ বাংলাদেশের ৫টি পর্যটন কেন্দ্র সম্পর্কে আপনাদের জানাবো।
বাংলাদেশ চির সবুজের দেশ। এ দেশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এবং এখানে আছে অসংখ্য দর্শনীয় স্থান। সেজন্যই বিশ্বের নানা প্রান্তের মানুষ ছুটে আসেন এই সৌন্দর্য উপভোগ করতে। তবে চলুন সেই দর্শনীয় স্থান সম্পর্কে জেনে আসি।
১. কক্সবাজার
কক্সবাজার চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এর অবস্থান। ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) পর্যন্ত বিস্তৃত এই কক্সবাজার। এছাড়াও কক্সবাজারের পাশাপাশি এখানে ভ্রমণের জন্য রয়েছে: লাবণী পয়েন্ট, হিমছড়ি, ইনানী বিচ।
এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে যাবেন?
চলুন ভাড়া সম্পর্কে জেনে নেয়া যাক –
ট্রেন: ৪০০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে ট্রেনের টিকিট পাবেন।
আকাশপথ: ২০০০ টাকা থেকে শুরু করে ৯ হাজার টাকার মধ্যে যেতে পারবেন।
২. জাফলং
আপনারা এখানে গেলে দেখতে পাবেন, ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতু যা এই জাফলং এ আছে। সেই সাথে আরও দেখবেন পাহাড়ি ঝর্না, পাথর ও ঝর্ণার স্বচ্ছ পানি। লালাখাল, তামাবিল, জৈন্তাপুর, সংগ্রামপুঞ্জি ঝর্ণাও দেখতে পাবেন এই জাফলং এ।
কীভাবে যাবেন?
ভাড়া
ট্রেন: ২৮০ থেকে ১২০০ টাকা।
আকাশপথ: বিমানের ভাড়া ৩০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত।
৩. সাজেক ভ্যালি
সাজেকে একটা ব্যতিক্রমী ব্যাপার আছে। তা হল আপনি এখানে ২৪ ঘণ্টায় প্রকৃতির তিনটা রূপই দেখতে পাবেন। কখনো খুবই গরম, তাপরেই আবার হঠাৎ বৃষ্টি এবং এরপরই আবার দেখা মিলে চারদিকে ঢেকে যায় মেঘের চাদর! মনে হয় যেন এটা একটা মেঘের উপত্যকা।
এছাড়াও আপনারা এখানে রুইলুই পাড়া, কমলক ঝর্ণা, কংলাক পাড়া, হাজাছড়া ঝর্ণা সহ ইত্যাদি বিষয়গুলো দেখতে পাবেন।
কীভাবে যাবেন?
৪. সুন্দরবন
বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড বনভূমি হল সুন্দরবন! এর আয়তন প্রায় ১,৩৯,৫০০ হেক্টর (৩,৪৫,০০০ একর)। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই সুন্দরবনে বেড়াতে আসেন। সুন্দরবনে শুধু ‘সুন্দরী’ গাছই নয়, এছাড়াও রয়েছে গরান, বাইন গেওয়া ইত্যাদি। আর প্রাণীর ভিতর রয়েছে বাঘ, সিংহ, হরিণ, হাতি, কুমির ইত্যাদি।
জামতলা সৈকত, মান্দার বাড়িয়া সৈকত, হিরন পয়েন্ট, দুবলার চরও আছে এই সুন্দরবনে। যা সত্যিই দেখার মত।
কীভাবে যাবেন?
ভাড়া কত লাগবে?
৫. রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ
সিম্বল অব রাঙ্গামাটি, রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ এর আরেকটি বিশেষ নাম। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাড়ের পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রাঙ্গামাটি ঝুলন্ত এই ব্রিজটি। এই ব্রিজ দিয়ে একপাহাড় থেকে অন্য পাহাড়ে অনায়াসেই যাতায়েত করা যায়।
রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ দেখতে এসে এখানে আরও যা দেখতে পাবেন তা হল: শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক, শুভলং ঝর্ণা, কাপ্তাই লেক, উপজাতীয় জাদুঘর, ঝুম রেস্তোরা, টুকটুক ইকো ভিলেজ, চিৎমরম গ্রাম ও টাওয়ার ইত্যাদি।
কীভাবে যাবেন?
ভাড়া কত লাগবে?
আজ এই পর্যন্তই। সবাই ভালো এবং থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।
আপনার প্রতিক্রিয়া কি?






