‘উপায়’ সহ বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানুন

বাংলাদেশের মোবাইল ব্যাংকি এর বাজারে আড়ালে থাকা কিছু মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানতে চলেছি। যেসব মোবাইল ব্যাংকিং গুলা অন্য সব মোবাইল ব্যাংকিং সেবা থেকে একটু ভিন্ন রকম সেবা প্রদান করে থাকে। বিস্তারিত নিচে তুলে ধরা হলো।

মে 22, 2023 - 17:00
মে 22, 2023 - 10:42
 0
‘উপায়’ সহ বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানুন
‘উপায়’ সহ বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানুন | Image by cookie_studio on Freepik

উপায় কি?

বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক UCB এর হাত ধরে যাত্রা শুরু হয় উপায় মোবাইল ব্যাংকিং এর। অন্য সব মোবাইল ব্যাংকিং এর মতোই উপায় থেকে আপনি বিভিন্ন প্রকার সেবা নিতে পারবেন খুব সহজেই এবং দ্রুত সময়ে দেশের বিভিন্ন জায়গায় টাকা জমা বা উত্তোলন করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই।


উল্লেখ্য, উপায় মোবাইল ব্যাংকিং আগে ইউ ক্যাশ নামে পরিচিতি ছিলো এবং ইউ ক্যাশ নামেই তাদের সেবা প্রদান চালু করেছিলো। ইউসিবি ব্যাংকের সকল প্রকার ডিজিটাল আর্থিক লেনদেন এর সেবা পেতে চালু করা হয় তাদের মোবাইল ব্যাংকিং সেবা উপায়’।


উপায় অ্যাকাউন্ট খোলার নিয়ম

দেশের যে কোনো এজেন্ট থেকে আপনি উপায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্র কিংবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর তথ্য প্রদান করতে হবে। আর আপনি যদি ঘরে বসে নিজে আ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে প্রথমে উপায় অ্যাপ ডাউনলোড করে নিতে হবে


অ্যাপ নামানোর পর রেজিষ্ট্রেশন বাটনে চাপ দিতে হবে। তার যেসকল তথ্য আপনার কাছে চাইবে সেসক তথ্য প্রদান করে আপনি একটি সেলফি তুলবেন তার সেটা আপলোড দিয়ে দিবেন। স কিছু নিয়ম মেনে করলে আপনার উপায় অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে


উপায় অ্যাপের সুবিধা কি?

বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং সেবা বহুগুনে বৃদ্ধি পেয়েছে তাই সেবার মান আরো উন্নত করার জন্য। সকল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান তাদের একটি করে নিজস্ব অ্যাপ তৈরি করেছে তেমনই ভাবে ইউসিবি ব্যাংক তাদের উপায় অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপ থেকে মোবাইল ব্যাংকিং করার পর গ্রাহকরা বিভিন্ন প্রকার তথ্য পেয়ে থাকে নিজ ব্যাংক সম্পর্কে।


উপায়ের সেন্ড ম্যানি ও ক্যাশ আউট চার্জ

অন্য সব মোবাইল ব্যাংকিং সেবার মতোই উপায় তার সেন্ড ম্যানি ও ক্যাশ আউট চার্জ নিয়ে থাকে। উপায় অ্যাপ ও কোড  ডায়াল করে ক্যাশ আউট করলে আপনাকে হাজারে ১৪ টাকা চার্জ প্রদান করতে হবে। আর যদি এটিএম বুথ থেকে ক্যাশ আউট করেন তাহলে হাজারে ৮ টাকা চার্জ প্রদান করতে হবেএতে করে সাশ্রয় হবে


উপায় অ্যাপ থেকে সেন্ড ম্যানি করা যায় একদম ফ্রীতে। আপনি ইউএসডি কোড ব্যবহার করে নিদিষ্ট পরিমান সেন্ড ম্যানি করতে পারবেন। কিন্তু বেশি পরিমা করতে চাইলে আপনাকে ৫ টাকা ফি প্রদান করতে হবে


উপায় মোবাইল ব্যাংকিং এর সুবিধা সমূহ

উপায় মোবাইল ব্যাংকিং সেবা চালু হওয়ার গ্রাহকরা বর্তমানে এটি থেকে অনেক সুবিধা নিতে পারছে। যেমন বাংলাদেশে ব্যাংকের নিয়ম মেনে উপায় অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে বিনামূল্যে। সেন্ড ম্যানি ফ্রীতে, মোবাইল রির্চাজ দেশের যেকোনো অপারেটরের সিমে, বিদুৎ বিল ইউটিলিটি বিল প্রদান করতে পারবেন। এছাড়াও আপনি উপায় দ্বারা ভারতীয় ভিসার ফি, ট্রাফিক জরিমানা, তিতাস গ্রাস বিল প্রদান করতে পারবেন


আপনার সুবিধার জন্য আরো কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবার মান উল্লেখ্য করা হলো যাতে করে আপনি আপনার সুবিধা মতো মোবাইল ব্যাংকিং এর সেবা নিতে পারেন


এম ক্যাশ কি?

ইসলামি ব্যাংকের একটি মোবাইল ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান হলো এম ক্যাশ। এই সেবাটি এম ক্যাশ অ্যাপ এর পাশাপাশি সেলফিন অ্যাপ ব্যবহার করেও এর সেবা নেওয়া যায়। যদি আপনি আউট চার্জের জন্য এটি একটি আলাদা উপায় ব্যবহার করে থাকে। ১-১০০০ টাকা ক্যাশ আউট করতে আপনাকে ১০ টাকা ফি প্রদান করতে হবে।  আর যদি আপনি ১০০০- ২৫০০ টাকা ক্যাশ আউট করতে চান তাহলে আপনাকে ১% ফি প্রদান করতে হবে।


মাই ক্যাশ কি?

মাই ক্যাশ হলো মার্কেন্টটাইল ব্যাংক এর অধিনে মোবাইল ব্যাংকিং সেবা প্রদান কারী প্রতিষ্ঠান। এটির সাহায্য যে সকল মোবাইল ব্যাংকিং আছে তার মতই সেবা নেওয়া যায়। এটির ক্যাশ আউট চার্জ ১.৮৫ টাকা। এখান থেকে ওয়াসা, ডেসকো সহ নানা প্রকার কোম্পানির বিল প্রদান করা যাবে।


আর মাই ক্যাসে আছে ডিপোজিট ব্যবস্থা যার মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন।


টি ক্যাশ কি?

ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট মোবাইল ব্যাংকিং নামে তাদের সেবা প্রদান চালু করে। কিন্তু তারা সফলাতার মুখ দেখেনি এটি ২০১০ সালে শুরু করলেও। ২০১৮ সালে এসে এটি তার নাম পরির্তন করে রাখে টি ক্যাশ। এবং তারা একটি অ্যাপ উদ্ভাবন করে। এটিতে তিন ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। এটিতে ৩ রকম চার্জ কাটা হয় যেমন স্টুডেন্ট, জেনারেল, কর্পোরেট।


শিওর ক্যাশ কি?

উপরের সবকটি মোবাইল ব্যাংকিং থেকে আলাদা হলো শিওর ক্যাশএটি একটি ব্যাংকের অধীনে নয় বরং চারটি ব্যাংক এর অধীনে পরিচালীত একটি ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান। এটি সরকারি ব্যাংক রুপালী ব্যাংকের সাথে যুক্ত। তা বাদেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কর্মাস ব্যাংক, যমুনা ব্যাংক এর সাথে যুক্ত হলো শিওর ক্যাশ। শিওর ক্যাশের গ্রাহক বর্তমানে প্রায় ২ কোটি। শিওর ক্যাশ অ্যাপ টি ফিনটেক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের বেশ উন্নত মানের সেবা প্রদান করছে


আর উপ
রোক্ত মোবাইল ব্যাংকিং এর কোন মোবাইল ব্যাংকিং সেবা আপনি ব্যবহার করেন তা মন্তব্যের ঘরে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করতে পারেন এছাড়াও মোবাইল ব্যাংকিং সংক্রান্ত যেকোন তথ্য জানতে দ্য ব্যাকস্পেস জার্নাল এর সাথেই থাকুনধন্যবাদ

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

সাদিকুর রহমান সাব্বির ছাত্র, আজিজুল হক কলেজ (বগুড়া)