অফ-পেজ এসইও সম্পর্কে বিস্তারিত জানুন
Off-Page SEO সম্পর্কে অনেকেই শুনেছেন। ওয়েবসাইট বা ব্লগের জন্য Off-Page SEO এর বিকল্প কিছু নেই। আসুন জেনে নিন, কেন Off-Page SEO দরকার? Off-Page SEO ঠিক কীভাবে করতে হয়? বিস্তারিত জানুন।

‘Off-Page SEO Checklist’ আপনার ওয়েবসাইট অথবা ব্লগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পূর্বে আমি আপনাদের ‘On-Page SEO – Checklist’ সম্পর্কে জানিয়েছি। আজ আমি আপনাদের ‘Off-Page SEO – Checklist’ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছি।
কোন বড় কাজ করতে গেলে সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হয়। তাই তো আমরা ডায়েরি লিখে থাকি। এতে দ্রুত সফলতা মেলে এবং কাজে স্ট্রেসও কম আসে। ঠিক তেমনি ওয়েবসাইট/ব্লগ সাইটে কিছু লেখার ক্ষেত্রে অবশ্যই বিশেষ কিছু বিষয় নজরে রাখতে হয়। চলুন জানা যাক।
১. Backlink Analysis
সংক্ষিপ্ত এই টেবিল আপনাকে সেজন্য সাহায্য করতে পারে,
(ক) Total Links
প্রথম দুটি বিষয় নিয়ে বলেছি। কিন্তু এর পাশাপাশি আপনাকে লক্ষ্য রাখতে হবে যে, কোন পেইজে আপনি বেশি ব্যাকলিংক পাচ্ছেন। ব্যাকলিংক বিশ্লেষণের জন্য আপনি ‘Ahrefs’, ‘SEMrush’ অথবা ‘Google Search Console’ টুল আপনাকে অনেক সাহায্য করবে।
কিন্তু আপনার কাছে যদি কোন ‘Paid Tool’ থাকে তবে আপনাকে ঢের অপশন দেবে ব্যাকলিংক বিশ্লেষণে। তবে আমরা যারা নতুন তারা আপাতত ফ্রি টুলস্ ব্যবহার করেও কাজ চালাতে পারবো।
ফ্রি টুলস্ সমূহের মধ্যে ‘Google Search Console’ আপনাকে যথাযথ তথ্য দিয়ে থাকে, যদিও ‘Paid Tools’ এর মত বেশি অপশন থাকে না। সো হোয়াট? কিন্তু আপনি যদি নতুন ওয়েবসাইটে কাজ শুরু করেন তবে এই স্টেপ স্কিপ করার কোনো মানে হয় না, বা উচিত নয়।
‘Anchor Texts’ সম্পর্কে বিস্তারিত অন্য কোন একদিন আলোচনা করা যাবে। আপাতত ‘Anchor Texts’ মানে হলো, “‘Anchor Texts’ হলো দৃশ্যমান অক্ষর এবং শব্দ যা হাইপারলিঙ্কগুলি ওয়েবে অন্য নথি বা অবস্থানের সাথে লিঙ্ক করার সময় প্রদর্শন করে থাকে।”
২. Competitor’s Backlink Analysis
আপনি আর আপনার বন্ধু কোন এক জঙ্গলে গেলেন। হঠাৎ করে সেখানে একটি সিংহ চলে আসে। এখন আপনাকে এত দ্রুত দৌড়ানোর দরকার নেই যে, আপনি জঙ্গল থেকেই বের হয়ে যান। আপনাকে শুধু সিংহের আক্রমণ থেকে বাঁচতে হবে।
ঠিক তেমনি ওয়েবসাইট বা ব্লগে থাকবে আপনার অনেক প্রতিযোগী। আপনাকে শুধু আপনার প্রতিযোগীকে পিছনে ফেলতে হবে যাতে করে ঐ সিংহ আপনাকে নয়, আপনার প্রতিযোগীকে ধাওয়া করে। ‘Google Ranking’ ঠিক এমন ভাবেই কাজ করে থাকে।
আপনাকে সবসময় নজর রাখতে হবে আপনি কেমন করছেন? এবং আপনার প্রতিযোগী কেমন করছে? এক্ষেত্রে আপনাকে ‘Google Search Console’ সাহায্য করতে পারবে না। আপনি ‘Ahrefs’ টুল ব্যবহার করতে পারেন এবং ‘Gtmetrix’ টুল -এ তুলনা করে দেখতে পারেন।
৩. Link Building Campaign
(ক) Directory Submission
এই সমস্ত লিংক কীভাবে তৈরি করতে হয় তা অন্য কোন অনুচ্ছেদে আলোচনা করার চেষ্টা করবো।
৪. Find The Gap
এতে করে লাগাতার আপনি যদি এই কি-ওয়ার্ডে জোর দেন তবে সহজেই আপনি আপনার প্রতিযোগী কে টপকিয়ে উপরে যেতে পারবেন। এজন্য আপনি Ahrefs এবং SEMrush -এর মত টুলস্ ব্যবহার করতে পারেন।
৫. Outreach
(ক) Social Media
সোশ্যাল মিডিয়া ফ্রি হয় যেমন, ফেসবুক, টুইটার, ইনন্সটাগ্রাম, লিঙ্কডিন ইত্যাদিতে আপনি ফ্রি-তে আপনার কন্টেন্ট শেয়ার করতে পারবেন। Guest Blogging হচ্ছে, আপনি আপনার অনুরোধ রাখলেন আপনার কন্টেন্ট তাদের ব্লগে শেয়ার করার জন্য।
বেশিরভাগ ক্ষেত্রে কেউ রাজী হতে চায় না। কিন্তু একসময় কেউ না কেউ নিশ্চয় রাজী হবেন। আর Influencer Outreach করার ক্ষেত্রে আপনাকে Influencer -কে আগে খুঁজতে হবে। কারণ তার ওয়েওসাইটে বা সোশ্যাল প্রোফাইলে বা ইউটিউবে যদি একটা লিংক শেয়ার দেয় তবে অনেক ভিজিটর আপনি পাবেন।
৬. Local SEO
৭. Video Marketing
৮. Paid Ads
খুব সম্ভবত নয়। কিন্তু আজ এই পর্যন্তই। কথা হবে অন্য কোন একদিন, অন্য কোন টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনার প্রতিক্রিয়া কি?






