ভার্চুয়াল সম্পর্কের কারনে হারাচ্ছে ভালোবাসার বন্ধন

ভার্চুয়াল সম্পর্কের কারণে ভালোবাসার সম্পর্ক হারিয়ে যাচ্ছে। ভার্চুয়াল সম্পর্কে ভালোবাসার বন্ধন গুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভার্চুয়াল সম্পর্কের খারাপ দিকগুলো।

অগাস্ট 12, 2023 - 13:00
অগাস্ট 17, 2023 - 02:23
 0
ভার্চুয়াল সম্পর্কের কারনে হারাচ্ছে ভালোবাসার বন্ধন
ভার্চুয়াল সম্পর্কের কারনে হারাচ্ছে ভালোবাসার বন্ধন | ছবি সংগৃহীত

বিজ্ঞান আমাদের সমাজের মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এ অকাট্য উচ্চারণের যথার্থতা নিয়ে কোন সন্দেহ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কল্যাণে যে কেউ প্রযুক্তির মাধ্যমে অবারিত জ্ঞানের সাগর থেকে তাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের সমাজ, অর্থনীতি, রাজনীতি,ও সার্বিক ক্ষেত্রে যে প্রভাব ফেলছে তা অনস্বীকার্য। এই প্রযুক্তি যেমন আমাদের জীবনে আধুনিকতার ছোঁয়া এনেছে । তেমন করে আমাদের জীবনে খারাপ প্রভাব ফেলেছে


উনিশ শতকের আগেও বাঙালি নারীরা ছিলেন অন্তঃপুরে। স্বামী ও সংসার বৃত্তেই ছিল তাদের পৃথিবী। পরির্বতন এলো ধীরে ধীরে।খোলস ছেড়ে বেরিয়ে এলো নারী। সৃষ্টির গোড়া থেকেই প্রেম ভালোবাসা শব্দ দুটো জড়িয়ে আছে আমাদের জীবনে সাথে।আদি মানব মানবী প্রেম ভালোবাসা জন্য আত্মদানের নজির এখনো আছে আমাদের কাছে ভালোবাসার মানুষের জন্য বেদনা আর রক্তের অক্ষরে চিঠি লেখা হতে রাত জেগে। অন্যের চোখের আড়ালে হৃদয় নিংড়ানো শব্দ ঝাঁপি খুলতো সন্তর্পণে। 


তারপর সে চিঠি মনে মানুষের কাছে পৌঁছে দেওয়া ছিল আরেক দুঃসাহসিক অভিযাত্রা। এটা যে খুব বেশি আগের কথা তা নয়। দেড় শতক আগেও প্রণয় এতটা দুঃসাহসিক হতে পারেনি। ভাঙতে পারেনি সামাজিকতার দেয়াল। আর যে সময় প্রেম বলতেই ছিল অন্তঃপুরের বিষয়।কাউকে ভালোবাসি বলাটাও ছিল পাপা। বুক ফাটলেও মুখ ফুটতো না। জীবন প্রদীপ নিভে গেলেও প্রেম ছিল নিঃশেষিত


পার্বতীর জন্য দেবদাসের অপেক্ষার যুগ শেষ। শিরি ফরহাদের মতো অতৃপ্ত ভালোবাসার ইতিহাসও আর লেখা হবে না। এখন প্রণয়-সঙ্গ এখন খুব সহজ। চাইলে প্রেম হয় না চাইলেও প্রেম হয় এখনএই সময়ে প্রেম বা প্রণয় সর্ম্পক গড়া সহজ হলেও ভিত নড়বড়ে। বন্ধন ও অতটা শক্ত নয়। তাসের ঘরে মত এই আছে এই নেই। সহজ প্রেমের সুযোগ এনে দিয়েছে তথ্যপ্রযুক্তি। বিজ্ঞানের কল্যাণে অনেক কিছু মতো এই সর্ম্পকটা সহজ করে দিয়েছে।যেগুলো ফেসবুক টুইটার, লিংকড ইন, ম্যাসেঞ্জার, হোয়াটসআপ, ভাইবার, ইমো, স্নাপচ্যাট, জি-প্লাস, ইনস্ট্রাগ্রাম ইত্যাদি কত কিছু


প্রতিদিন যোগাযোগের মাধ্যমগুলো সহজ থেকে সহজতর হচ্ছে।তরঙ্গের হাওয়ায় ভাসিয়ে মনে কথা পৌঁছে দিতে সহজ হলেওএটি বড় ধরনের  অপরাধের পথ তৈরি করছে। বাড়ছে প্রতারণা,জম্ম নিচ্ছে অবিশ্বাস। আলগা হচ্ছে পারিবারিক বন্ধন,দূরত্ব বাড়ছে নিকটজনদের সাথে। নষ্ট হচ্ছে সময়। তৈরি হচ্ছে সামাজিক অবক্ষয়। আত্মহত্যা, প্রতারণা ও খুনের মতো ঘটনাও ঘটছে অহরহ ভার্চুয়াল জগতে কিছু সত্য ঘটনা বলি ,আমরা জানি আপনারা অনেকেই এই ঘটনা শুনে থাকবেন। 


তারপরও বলছি, একটি আলোচিত ঘটনা কথা হতে আপনাদের মনে আছে, সেটি হল চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের ডাক্তার মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার কথা। স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর পরকীয়া মেনে নিতে পারেনি যা জন্য আত্মহত্যা পথ বেছে নিয়েছেন। ফেসবুকে স্ত্রী পরকীয়ার কথা ও অনেকের সাথে স্ত্রী অন্তরঙ্গ বন্ধুত্বের ছবি পোষ্ট করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলে


ডাক্তারের আত্মহত্যার কারন মনে করা হয় স্ত্রীর পরকীয়াকে।ভার্চুয়াল সর্ম্পকের কারনে একটা পরিবার নষ্ট হয়ে গেল, এমন কি বাবা মা সন্তান হারালেন। যা কোন দিন পূরন হবে নাভার্চুয়াল সর্ম্পকের মাধ্যমে ভরি ভরি ছেলে মেয়েরা প্রতারণা স্বীকার হইতেছে। আরও একটি আলোচিত ঘটনা বলা যাক- ছেলেটির বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজাপুর গ্রামে। নাম আল আমিন তাকে গ্রেপ্তার করা হয় প্রতারণার অভিযোগে। ফেসবুকে বিভিন্ন মেয়েদের সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তা বিরুদ্ধে।


মেয়েদেরকে বিয়ের প্রলোভন দেখাতেন। নিজেকে মুঠোফোনে বড় কর্মকর্তা বলে পরিচয় দিতেন। প্রতারণা ফাঁদে ফেলে অনেক মেয়েকে রাস্তায় নেমে দিয়েছেন। সবশেষ একটি মেয়ের কাছ থেকে আট লাখ টাকা নেওয়ার কারনে গ্রেপ্তার হওয়ায় তার জীবনে প্রতারণা প্রকাশ পায়আল আমিনের মতো অনেক প্রতারক ভার্চুয়াল সর্ম্পকে পুঁজি করে মানুষের সাথে প্রতারণা করছে। অর্থ হাতিয়ে নিচ্ছে, হৃদয় ভাঙছে, নষ্ট করছে পরিবারের বন্ধন


ভার্চুয়াল যুগের ছেলেমেয়েরা এসব সর্ম্পকের ব্যাপারে একেবারে উদাসীন। তারা প্রণয়কে জীবনযাত্রার অংশ মনে করে। এটি যে একটি একান্ত বিষয় তারা তা ভাবেনা। রাকঢাক না করে তারা সর্ম্পকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে পিছ পা হয় না। সময় বদলে তা সঙ্গে সঙ্গে সঙ্গীও বদলে যায় এটাই ভার্চুয়াল প্রেম


সবশেষে বলতে চাই-প্রিয়জন বা মনে মানুষের কাছে রাত জেগে চিঠি লেখার দিন ফিরে আসবে না জানি। কিন্তু ভালোবাসা বা ভালোবাসার মানুষের জন্য যে অকৃত্রিম আবেগ কি একেবারে ফুরিয়ে যাবে। আসুন আমরা কামনা করি ভার্চুয়াল জীবনে ফিরে আসুক ভালোবাসা এবনহ বন্ধ হক প্রতারণা

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow