মাহেক উদ্ভিদ সংগ্রহ (Mahek Plant Collection), স্বল্প মূল্যে ফুলের চারাগাছ নিন

সৌন্দর্যের প্রতি আমাদের সবসময় আলাদা একরকম টান কাজ করে। আর যদি সেটা হয় ‘ফুল’ তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু একই সাথে সমস্যা হচ্ছে সঠিক মানুষের কাছ থেকে এবং সঠিক জিনিসটি হাতে পাবার সৌভাগ্য। তাই আমাদের আজকের আলোচনা ‘মাহেক উদ্ভিদ সংগ্রহ (Mahek Plant Collection)’ নিয়ে।

এপ্রিল 8, 2023 - 18:00
এপ্রিল 11, 2023 - 04:33
 0
মাহেক উদ্ভিদ সংগ্রহ (Mahek Plant Collection), স্বল্প মূল্যে ফুলের চারাগাছ নিন
মাহেক উদ্ভিদ সংগ্রহ (Mahek Plant Collection), স্বল্প মূল্যে ফুলের চারাগাছ নিন

সৌন্দর্যের প্রতি আমাদের সবসময় আলাদা একরকম টান কাজ করে। আর যদি সেটা হয় ফুলতাহলে তো কোনো কথাই নেই। কিন্তু একই সাথে সমস্যা হচ্ছে সঠিক মানুষের কাছ থেকে এবং সঠিক জিনিসটি হাতে পাবার সৌভাগ্য। তাই আমাদের আজকের আলোচনা মাহেক উদ্ভিদ সংগ্রহ (Mahek Plant Collection) নিয়ে।


মাহেক উদ্ভিদ সংগ্রহ (Mahek Plant Collection) সম্পর্কে সংক্ষেপ

ঘর সাজানো, বাসার ছাদে ফুলের গাছ বা নিজস্ব কোনো বাগান তৈরিতে সাহায্য করবে আপনাকে মাহেক উদ্ভিদ সংগ্রহ (Mahek Plant Collection)। আর এই পুরো ব্যাপারটা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ ও পরিচালনা করছেন, মুক্তি নামের একজন মেয়ে। আমরা তার সাথে সরাসরি যোগাযোগ করেছি এবং তার এই উদ্যোগ সম্পর্কে অবগত হয়েছি। তাই সরাসরি এই সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাচ্ছি।



কেন মাহেক উদ্ভিদ সংগ্রহ (Mahek Plant Collection) অন্যদের থেকে আলাদা?

১. প্রতিটা গাছের ছবির‌ সাথে গাছের নাম ও‌ দাম দেওয়া আছে।

২. প্রতিটা ছবির নিচে গাছের ধরণ ও উপযুক্ত টব নির্বাচন দেওয়া আছে।

৩. বহুবর্ষজীবি স্থায়ী কলমের সব গাছ টবে সহজেই ফুল / ফুল ফুটানো / ফলানো সম্ভব।

৪. চারা বা গাছগুলো ক্রেতাকে দেখিয়ে কনফার্ম করে তবেই পাঠানো হয়।

৫. সারাদেশে কুরিয়ার‌ ও হোম ডেলিভারি মাধ্যমে গাছ দিয়ে‌ থাকেন।

৬. ক্রেতা যে গাছ‌গুলোন‌ নিচ্ছেন, সে গাছ সংক্রান্ত সকল‌ তথ্য কেয়ার ও‌ টিপস্ তাদের ফেসবুক ইনবক্সে জানিয়ে দেওয়া হয়।

৭. কুরিয়ারের‌ মাধ্যমে গাছের কোন রকম ক্ষতি হলে সেই দায়ভার তারা নিজেই গ্রহণ করতে রাজী আছেন।


উল্লেখ্য, আগ্রহী ক্রেতারা ইনবক্সে অর্ডার করার জন্য বিশেষ অনুরোধ করেছেন।


কীভাবে মাহেক উদ্ভিদ সংগ্রহ (Mahek Plant Collection) এর সাথে যোগাযোগ করবেন?


নাম: মুক্তি

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: +8801629062313

ই-মেইল: mahekplantcollection@gmail.com

ফেসবুক পেজ: Mahek Plant Collection


প্রোডাক্টের সাথে সাথে প্রয়োজনীয় বিষয় জুড়ে দেওয়া আছে। বিশেষ করে দাম ও কুরিয়ার ডেলিভারি’র বিষয়াদি। আপনি চাইলে নিশ্চিন্তে এখান থেকে আপনার পছন্দমতন ফুল, চারাগাছ ইত্যাদি ক্রয় করতে পারবেন। উল্লেখ্য, এই পেইজটি সারাদেশে কুরিয়ারের মাধ্যমে তাদের প্রোডাক্ট সময় মত পৌঁছে দিয়ে থাকেন। ধন্যবাদ

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

মোঃ মেহেদি হাসান আমি মোঃ মেহেদি হাসান। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ (সাহিত্য) থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি। আমি একজন লেখক, অভিনেতা ও ব্লগার। এছাড়াও এই ওয়েবসাইটের প্রধান সম্পাদক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনি চাইলে আপনার লেখাটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারেন। এজন্য আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। আমার ই-মেইল: admin@backspace-journal.com এ। আমার প্রথম প্রকাশিত বই ছোট গল্প সংকলন ‘জোনাকিরা সব ঘুমিয়ে গেছে’ প্রকাশিত হয় ২০ ডিসেম্বর ২০২০ সালে ভারতে। বইটি বাংলাদেশে ২০২১ সালের ১ম ফেব্রুয়ারিতে প্রকাশ পায়। এই বইটি আপনি ‘রকমারি ডট কম’ এ পাবেন। লিংক: https://www.rokomari.com/book/252418/jonakira-sab-ghumiye-gechhe