অনেকেই আমাকে বাঙালি ভেবে বাংলায় কথা বলতে শুরু করেন

আমাকে বাঙালি মনে করেন অধিকাংশ লোকজনই। তারা আমাকে দেখলেই বাংলাতে কথা বলা শুরু করে। আমি বাংলা ভাষা বলতে বা বুঝতে পারি জন্য তারা এমনটা করেন। কিন্তু আমার পরিবার হতবাক হয়ে যায় এসব বিষয় দেখে।

জুল 12, 2023 - 20:00
জুল 12, 2023 - 14:49
 0
অনেকেই আমাকে বাঙালি ভেবে বাংলায় কথা বলতে শুরু করেন
অনেকেই আমাকে বাঙালি ভেবে বাংলায় কথা বলতে শুরু করেন | ছবি: রয়টার্স

আমি বাংলা ভাষা বলতে বা আমাকে বাঙালি মনে করেন অধিকাংশ লোকজনই। তারা আমাকে দেখলেই বাংলাতে কথা বলা বুঝতে পারি জন্য তারা এমনটা করেন। কিন্তু আমার পরিবার হতবাক হয়ে যায় এসব বিষয় দেখে। এমনটি বললেন অভিনেত্রী বিদ্যা বালান। সিনেমা জগতে বিদ্যা বালানের যাত্রা শুরু হয়।


বাংলা সিনেমা ভালো থেকোদিয়ে। পরে বলিউডে ২০০৫ সালে এলেন শরৎচন্দ্রের পরিণীতা’ সিনেমায় অভিনয় করে। এই সিনেমাতেও তাকে বাঙালি চরিত্রে দেখা গেছে। এছাড়াও রয়েছে কাহানি সিনেমা। সেখানেও তাকে বাঙালি চরিত্রে দেখা যায়। একাধিক বাঙালি সিনেমায় অভিনয় করার কারণে দর্শক তাকে বাঙালি বলে মনে করেন।


তিনি বম্বে জার্নিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আজও তাকে অনেকেই বাঙালি বলে মনে করেন, যেখানে তিনি একজন দক্ষিণ ভারতীয়। বিদ্যা বালান আরো বলেন, আমাকে কেউ বিদ্যা বলে ডাকলে আমি তাদেরকে বিদ্যা দিদি বলতে বলি। সঞ্চালক বিদ্যা বালান এর সাথে মশকরা করে বাংলায় কথা বললে তিনিও সেই কথার উত্তর দেন ভাঙা ভাঙা বাংলাতে।


তিনি বলেন, আমি মন থেকে বাঙালি। তিনি বলেন, দক্ষিণ ভারতীয় কারও বিয়েতে নিমন্ত্রণ পেলে জলখাবার খেতে চলে যেতাম। জলখাবার তার এতো ভালো লাগে যে তার আর সেখানে লাঞ্চ বা ডিনার করার প্রয়োজন হয় না। আপনি জানেন কি বিদ্যা বালান যতই ভালো বাংলা বলেন না কেন তাঁর পছন্দের খাবার কী?


তিনি দক্ষিণ ভারতীয় খাবার খেতেই পছন্দ করেন জলখাবারে। অভিনেত্রীর কথা মতে, সব থেকে সেরা দক্ষিণ ভারতীয় খাবার পাওয়া আমার বাড়িতেই। তিনি বলেন, আমি বাহিরের খাবার একদম খেতে পারি না দক্ষিণ ভারতীয় হলেও।


তিনি বলেন ঘরোয়া দক্ষিণী বাড়িতে কত কত সোডা দিয়ে দেয়, বাপ রে! ইডলি ও ধোসার মতো ভালো জলখাবার হয় না। বিদ্যা একটি সাক্ষাৎকারে জানান, তিনি দক্ষিণ ভারতীয় বিয়ে বাড়িতে এইজন্যেই যান কারণ তার সেখানকার খাবার অনেক ভালো লাগে। তার পছন্দের জলখাবারের মধ্যে পাইনাপেল কেশরী, ধোসা, ইডলি থাকে বলে জানান অভিনেত্রী বিদ্যা বালান।

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

মো: রেজওয়ান ছাত্র, প্রাণিবিজ্ঞান, স্নাতক (২য় বর্ষ), গভ. শাহ সুলতান কলেজ, বগুড়া