গুজরাটের জয়ের পর প্লে-অফে মুম্বাই, ব্যর্থ কোহলির সেঞ্চুরি

গতকাল দুই দলের শেষ চারের লড়াই অনেক জমে উঠেছিলো কিন্তু শেষ হাসিটা রহিত শর্মার মুম্বাই হাসলো। দেখার বিষয় এখন মুম্বাই কি পারবে আইপিএলে তাদের মিশন হেক্সা কমপ্লিট করতে?

মে 22, 2023 - 18:00
মে 22, 2023 - 23:13
 0
গুজরাটের জয়ের পর প্লে-অফে মুম্বাই, ব্যর্থ কোহলির সেঞ্চুরি
গুজরাটের জয়ের পর প্লে-অফে মুম্বাই, ব্যর্থ কোহলির সেঞ্চুরি | Image Source: bdnews24.com

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যে শুরু হয় শেষ ৪ এর লড়াই। দুই দলের সমান পয়েন্ট থাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর ম্যাচ হারা জেতার উপর নির্ভর করে দুই দলের শেষ চার নিশ্চিত এর লড়াই। মুম্বাই ইন্ডিয়ান্স এর ১৩ ম্যাচে ১৪ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট


কিন্তু রান রেট এর দিক দিয়ে বেশ এগিয়ে ছিলো ব্যাঙ্গালোর। মুম্বাই ইন্ডিয়ান্স শুধু ম্যাচ জিতলে হবে না। এদিকে ব্যাঙ্গালোরের হারতে হবে, তা না হলে ৫০ রানের আগে ব্যাঙ্গালোরের অল উইকেট হতে হবে সেই ম্যাচটি কে আবার জিততে হবে ব্যাঙ্গালোর কে। তাহলে রান রেট কমে যাবে ব্যাঙ্গালোরেরএতে করে মুম্বাই শেষ চার নিশ্চিত করতো। কিন্তু এতো কিছুর ঝামেলা করতে হয়নি মুম্বাই কে


গতকাল সানরাইজ হায়দ্রাবাদ ওর বিপক্ষে বাঁচা-মরার লক্ষ্য নিয়ে মাঠে নামে মুম্বাই ইন্ডিয়ান্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমে মাঠে তান্ডব শুরু করে দেই। খেলার এমন পরিস্থিতি হয়েছিলো যে মনে হচ্ছিলো মুম্বাই আর শেষ চারে যেতে পারবে না


হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে আগারওয়াল এর ব্যাটে ভর করে ২০০ রানের বিশাল একটি পুঁজি ছুড়ে দেয় মুম্বাই কে। কিন্তু মুম্বাই কালকে তাদের শেষ চার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামে এবং তাদের প্রয়াশ ছিলো যে শেষ চার নিশ্চিত করা এতে করে তারা মাঠে এক প্রকার তান্ডব চালিয়ে যায়।


ঈশান কিষান এর ৯৬ রানের উপর ভর করে মুম্বাই কালকে মাত্র ১৭.৫ ওভারে তাদের খেলা শেষ
করে দেয়। এই ম্যাচ জিতেও তাদের শেষ চার নিশ্চিত হইছিলো না। কারণ তাদের রাতের ব্যাঙ্গালোর বনাম গুজরাটের ম্যাচের দিকে তাকিয়ে থাকা লাগতো কেননা এই ম্যাচ এর ফলাফল বলে দিবে যে কে শেষ চার নিশ্চিত করবে?


টস জিতে ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়তারাও শেষ চার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে খেলতে থাকে। বিরাট কোহলিএবারের দ্বিতীয় শতক এর নৈপূন্য ব্যাঙ্গালোর পায় ১৯৭ রানের পুঁজি


এদিকে গুজরাট আগে থেকে শেষ চার নিশ্চিত করে রাখছে এই ম্যাচ হারলে এতে তাদের কোনো ক্ষতি নাই কিন্তু তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার জন্য। খেলতে থাকে এবং শেষ প্রর্যন্ত। ব্যাঙ্গালোর কে হারিয়ে তাদের শেষ চারের স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। এবং এতে করে মুম্বাই কে আর কোনো সমিকরণ এর ভিতরে পড়তে হয়নি ১৬ পয়েন্ট নিয়ে সবার শেষে থেকে শেষ চার নিশ্চিত করে ফেলে মুম্বাই।


গতকাল দুই দলের শেষ চারের লড়াই অনেক জমে উঠেছিলো কিন্তু শেষ
হাসিটা রহিত শর্মার মুম্বাই হাসলো। দেখার বিষয় এখন মুম্বাই কি পারবে আইপিএলে তাদের মিশন হেক্সা কমপ্লিট করতে?


এছাড়া 
আইপিএলের কোয়ালিফাই ম্যাচ ও এলিমেনিটর ম্যাচ এর তথ্য জানতে দ্য ব্যাকস্পেস জার্নাল এর সাথেই থাকুন ধন্যবাদ

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

সাদিকুর রহমান সাব্বির ছাত্র, আজিজুল হক কলেজ (বগুড়া)