অন-পেজ এসইও: আপনার ওয়েবসাইটকে দ্রুত র্যাঙ্ক করুন!
উত্তর-আধুনিকতার এই যুগে ‘গুগল’ নামক যে দানব রীতিমত আমাদের কিছু নিয়ম-রীতি হাতে ধরিয়ে দিয়েছে তা উহ্য রেখে অনলাইনে ভালো করা সম্ভব নয়। বইয়ের পাতা আর অনলাইনের এই পাতা এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। আপনাকে অবশ্যই সেটা বুঝতে হবে; On-Page SEO করুন, নতুবা এই অনলাইন জগত আপনার জন্য নয়।

শিরোনাম দেখেই বুঝে গেছেন নিশ্চয় যে, কেন লিখলেই লেখক হওয়া যায় না! এবং শুধুমাত্র ওয়েবসাইট বানিয়ে বসে থাকলেই গল্প শেষ হয়ে যায় না। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা এই অনুচ্ছেদে করা হয়েছে।
অন-পেজ এস.ই.ও (On-Page SEO) কেন দরকার?
১. Crawling Checkup
এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে ‘robot.txt’ ফাইল যা নির্দিষ্ট সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে। যদি আপনার ওয়েবসাইট ঠিকঠাক ক্রল না হয় তবে সেটা ইনডেক্সও হবে না, র্যাঙ্কও করবে না। হয়তো কিছু কিছু লেখা ইনডেক্স হচ্ছে এতে গদগদ হবার কিছু নেই। যদি সব URL ইনডেক্স না হয় তবে দুটি ফাইল আপনাকে অবশ্যই চেক করে দেখা উচিত, ‘robot.txt’ ফাইল এবং ‘.htacces’ ফাইল।
এখানেই খুঁজে পাবেন কোন কোন URL ঠিকঠাক ক্রলিং করা হয় নি। এজন্য আপনাকে সাহায্য করবে ‘Google Search Console’। এখানে আপনি দেখতে পাবেন, কোন কোন URL ক্রলিং হচ্ছে এবং কোন কোন URL ক্রলিং হচ্ছে না।
২. Indexing Check-Up
কোনো সার্চ ইঞ্জিনের দায়িত্ব নয় যে, আপনার বয়েস ১৮+ তাই ইনডেক্স করতেই হবে। মানে আপনার লেখা সমস্ত বিষয় মেনে চললেও সার্চ ইঞ্জিন তা ক্রলিং নাও করতে পারে, ইনডেক্স নাও হতে পারে। আর সব পেইজ তো এমনিতেও কোনো সার্চ ইঞ্জিন ইনডেক্স করে না।
এজন্য আপনাকে খেয়াল করতে হবে কোন কোন পেইজ ইনডেক্স হচ্ছে না, আর না হলেও কেন হচ্ছে না? সমস্যাটা বের করে এর সমাধান করতে হবে।
৩. Sitemap Checkup
৪. Mobile Friendliest Test
যে সাইট শুধুমাত্র ডেস্কটপে ভালো দেখায় এবং মোবাইলে ভালো দেখাতে বা একেবারেই দেখাতে পারে না সেই সাইটের কোনো দাম নেই গুগল সার্চ ইঞ্জিনের ইনডেক্সিং বিবেচনায়। তাই ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখতে হবে।
আপনি ডেস্কটপে একরকম আর মোবাইলে আরেক রকম কন্টেন্ট রাখতে চাইলে গুগল আপনাকে পাত্তা দেবে না। তাই ডেস্কটপ এবং মোবাইলে একই রকম কন্টেন্ট, ছবি ও তথ্য রাখতে হবে।
৫. URL Canonical Checkup
৬. URL Checkup
৭. Meta Data Checkup
(ক) Meta Title
এছাড়াও ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার লিংক শেয়ার করলে ঠিকঠাক ‘টাইটেল’ ও ‘ছবি’ দেখতে পাচ্ছেন তো? এটাও On-Page SEO -এর জন্য বেশ জরুরী।
৮. Language Command
৯. Schema Data
১০. Speed
এই ছিলো মোটামুটি On-Page SEO নিয়ে অল্প কিছু বিদ্যা। আর পরামর্শ থাকবে এই একই বিদ্যা বারবার ব্যবহার করার। আরো অনেক অপশনাল বিষয় থাকলেও এই ক’টি বিষয় যথেষ্ট আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য।
আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ
আপনার প্রতিক্রিয়া কি?






