একমাত্র রংপুরেই রয়েছে ‘ভিন্ন এক জগত’

রংপুর বিভাগীয় শহরে চাঙ্গাচড়া উপজেলার খালেয়া গুঞ্জিপুর এলাকার প্রায় ১০০ একর জায়গা জুড়ে স্থাপিত হয়েছে ‘ভিন্নজগত’ বিনোদন কেন্দ্র ‘Vinnojogot Amusement Park’। এখনে দেশি বিদেশী বৃক্ষে নানান প্রজাতির পাখির কোলাহলে মনোরম পরিবেশে সাজিয়ে থাকে ভিন্নজগত।

জুল 16, 2023 - 17:30
জুল 16, 2023 - 23:48
 0
একমাত্র রংপুরেই রয়েছে ‘ভিন্ন এক জগত’
একমাত্র রংপুরেই রয়েছে ‘ভিন্ন এক জগত’ | Image Source: www.vinnyajagat.com

রংপুর বিভাগীয় শহরে চাঙ্গাচড়া উপজেলার খালেয়া গুঞ্জিপুর এলাকার প্রায় ১০০ একর জায়গা জুড়ে স্থাপিত হয়েছে ভিন্নজগত বিনোদন কেন্দ্র VinnyaJagat Amusement Park’ এখনে দেশি বিদেশী বৃক্ষে নানান প্রজাতির পাখির কোলাহলে মনোরম পরিবেশে সাজিয়ে থাকে ভিন্নজগত।


এখানে রয়েছে 
বীরশ্রেষ্ঠ এবং ভাষা শহীদদের ভাষ্কর্য এছাড়াও বাংলাদেশের প্রথম প্লানেটোরিয়াম, রোবট স্ক্রিল জোন, সীপ্যারাড়াইড, জল তরঙ্গ, শাপলা চত্বর, মেরী গো রাউন্ড, সুইমিং পুল, আজব গুহা, নৌকা ভ্রমণ, থ্রিডি মুভি, স্পেস জার্নি, ওয়ার্ক ওয়ে, ফ্লাই হেলিকপ্টার, সুইমিং পুল, স্পিড বোর্ড, লেক ড্রাইভ এছাড়াও রয়েছে মাছ ধরার ব্যবস্থা এবং স্পিডিং হেড


শিশুদের জন্য হাতি, ঘোড়া, ক্যাঙ্গারুসহ বিভিন্ন প্রাণীর কৃত্রিম মূর্তি। ভিন্নজগতে রয়েছে একই সঙ্গে ৫০০ জনের আলাদা আলাদা পৃথক জলের পিকনিক করার সুব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে প্রায় ৯০০ গাড়ির পার্কিং ব্যবস্থা, থ্রিস্টার মানের ড্রিম প্যালেস হোটেল।


এছাড়াও ভিন্নজগতে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং নৌকা ভ্রমণের সুব্যবস্থা রয়েছে। ভিন্নজগতকে যা উত্তরাঞ্চলের সব থেকে বড় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত করে তুলেছে। সব কৃত্রিম ব্যবস্থাপনায় ভিন্নজগতকে করে তুলেছে এক অসাধারণ বিনোদন কেন্দ্র
, সুন্দর পরিবেশ এবং পিকনিক স্পট।


এবারে আপনি পিকনিক করার জায়গা হিসেবে বেছে নিতে পারেন ভিন্নজগতকে ছুটি কাটাতে একবার হলেও এখানে আসবেন। এবং উপভোগ করবেন ভিন্নজগতে পার্ক এবং এর ভেতরের সকল রাইড
, এবং চোখ শান্ত করা পরিবেশ।



কীভাবে যাবেন?

বাসে রাজধানী ঢাকা থেকে মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী থেকে রংপুরে যাওয়ার জন্য এসি/নন এসি বাস পাওয়া যায়। ঢাকা থেকে রংপুরে যেতে ভাড়া ৫০০-১০০০ টাকা লাগেট্রেনে ঢাকা কামালপুর থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন পাওয়া যায় যেতে ২০০-৭০০ টাকা ট্রেন ভাড়া লাগে।



ভিন্নজগতে প্রবেশ মূল্য

৩০টাকা করে জনপ্রতি টিকেট সংগ্রহ করে ভিন্নজগতে প্রবেশ করতে হয়এছাড়াও ভেতরে প্রতিটি রাইড উপভোগ করার জন্য বিভিন্ন প্যাকেজ চালু আছেরংপুর থেকে মাইক্রোবাস, প্রাইভেট কার কিংবা ইজিবাইকে করে সরাসরি ভিন্নজগতে যাওয়া যায়।


প্রাইভেট কারে ৫০০
,মাইক্রোবাসে ১০০০ এবং ইজিবাইকে ১০০-১৫০ টাকা ভাড়া লাগে। এছাড়াও চাইলে রংপুর পাগলাপীড় বাস স্টান্ড থেকে সৌয়দপুর অথবা দিনাজপুরগামী বাসে করে যেতে পারবেন



আবাসিক ব্যবস্থা

চাইলে ভিন্নজগতে ড্রিম প্যালেসে রাত্রি কাটাতে পারেন। এছাড়াও রংপুরে বিভিন্ন রকমের আবাসিক হোটেল আছে সেখানে থাকতে পারেন



খাবার-দাবার

ভিন্নজগত অবস্থিত রেস্টুরেন্টে সব রকমের খাবার-দাবার পাবেন। এছাড়াও চাইলে রংপুরে বিভিন্ন রকমের হটেল/রেস্টুরেন্টে আপনার ভুরিভোজ সেরে নিতে পারবেন কিন্তু আমের সিজনে গেলে বিখ্যাত হাড়িভাঙ্গা আম খেতে ভুলবেন না

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow