কবিতা: বয়স - গুলজার, ভাবানুবাদ: স্মৃতি দত্ত

কবিতা: বয়স, মূল: গুলজার, ভাবানুবাদ: স্মৃতি দত্ত

নভেম্বর 23, 2022 - 01:00
নভেম্বর 23, 2022 - 02:16
 0
কবিতা: বয়স - গুলজার, ভাবানুবাদ: স্মৃতি দত্ত
কবিতা: বয়স - গুলজার, ভাবানুবাদ: স্মৃতি দত্ত

কবিতা: বয়স

মূল: গুলজার

ভাবানুবাদ: স্মৃতি দত্ত



বললাম তোমায় কিছু

তুমি শোনোনি মনে হয়!

ছেলেবেলা ছিনিয়ে নিয়েছো আমার

পারো নি নিতে ছেলেমানুষি!



সব কথার জবাব হয় না

সব প্রেম মলিন হয় না

নেশারু তো টলমলায়

সব নেশা কিন্তু মদ হয় না



ঈশ্বরের নিকট প্রার্থনা করে

প্রার্থনায় নিজের মরণ চায়

বলেন ঈশ্বর প্রার্থনা তোর মঞ্জুর

কিন্তু তাকে দেব কি!

যে চায় জীবন তোর!



সব মানুষের হৃদয় হয় না খারাপ

মানুষও সব হয় না খারাপ

নেভে প্রদীপ তেল ফুরোলে

দোষ প্রতিবার হয় কি হাওয়ার!



(হিন্দি থেকে বাংলায় অনূদিত)



আরো পড়ুনঃ কবিতা: সবই হরমোনের খেলা

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

শ্রীমতী স্মৃতি দত্ত অ্যাডভোকেট, লেখিকা, বঙ্গীয় সাহিত্যের সদস্য, কীবোর্ড প্লেয়ার, অ্যামওয়ে ব্যবসার মালিক। আমার লেখা সর্বশেষ বইয়ের নাম, ‘কেমেষ্ট্রি প্র্যাকটিক্যাল ও টি.ভি শো’ এবং ‘লেনিন সাহেবের সাথে দেখা’ বইটি Flipkart -এ নেবার জন্য ক্লিক করুন: https://www.flipkart.com/lenin-saheber-sathe-dekha/p/itmc9bfae4c39392