কবিতা: প্রায় বর্ষ শেষ!

শ্রীমতী স্মৃতি দত্তের লেখা কবিতা, প্রায় বর্ষ শেষ!

জান 24, 2023 - 15:00
ফেব্রুয়ারী 7, 2023 - 10:54
 0
কবিতা: প্রায় বর্ষ শেষ!
কবিতা: প্রায় বর্ষ শেষ!

তৈরী তুমি! ২০২২!

তোমার চোখের সাগর জলে

মেশে মোর ঠোঁটের সায়র!

তোমার চোখের পলক

মোর চোখের পলক ছোঁয়!


ওগো! কেউ ছেড়ে যে গেছে চলে,

নতুন কেউও তো এসেছে গো!

রাগত কেউ, কেউ

বেসেছে ভালো।



গেছে ভুলে কেউ,
কেউ রেখেছে বুকের মধ্যে!

নিজ বাসে আমি কি ব্রাত্য?

হঠাৎ পাই ভালবেসে উপঢৌকন ঐ পরবাসে!

আপন ভাবে ভেবে

যাদের আপন করে নেওয়া,

পেলাম সেথায়ও ভালবেসে পুরস্কার,

কেন তবে ভুলের বোঝা মাথায় নিয়ে চলা?



ভুলো না আমারে কেউ

আমিও না, সবাই কে নিয়ে সবার মাঝে

ডুবি বর্ষ শেষে!

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

শ্রীমতী স্মৃতি দত্ত অ্যাডভোকেট, লেখিকা, বঙ্গীয় সাহিত্যের সদস্য, কীবোর্ড প্লেয়ার, অ্যামওয়ে ব্যবসার মালিক। আমার লেখা সর্বশেষ বইয়ের নাম, ‘কেমেষ্ট্রি প্র্যাকটিক্যাল ও টি.ভি শো’ এবং ‘লেনিন সাহেবের সাথে দেখা’ বইটি Flipkart -এ নেবার জন্য ক্লিক করুন: https://www.flipkart.com/lenin-saheber-sathe-dekha/p/itmc9bfae4c39392