‘সম্পর্ক’, একটি অণুগল্প

‘সম্পর্ক’ নিয়ে স্মৃতি দত্তের একটি অণুগল্প। আচ্ছা, ‘সম্পর্ক’ কি বাজারে ক্রয়-বিক্রয় করা যায়? যদি যায়, তবে কোন সম্পর্ক? ‘বন্ধুত্ব-ও’ কি তবে বিক্রি করা সম্ভব?

ডিসে 2, 2022 - 00:00
ডিসে 2, 2022 - 00:06
 0
‘সম্পর্ক’, একটি অণুগল্প
‘সম্পর্ক’, একটি অণুগল্প | Image Credit: Image by halayalex on Freepik

চলতে চলতে পা থেমে গেলো। আমি তো বাজারে এসে গেছি। কিন্তু এ কিসের বাজার! কি বিক্রি হয় এখানে!


দোকানদার কে জিজ্ঞেস করলাম, “কিসের বিকিকিনি?” সে বলে, “এখানে বিক্রি হয় সম্পর্ক।”


- তাই না কি, সম্পর্ক! খোলা বাজারে? দাম কেমন?

- কোনটা চাই বলুন? মায়ের, বাবার, ভাইয়ের-বোনের সম্পর্ক, বিশ্বাস, মানবিকতা, না কি প্রেম?


আমি থরথর কাঁপছি। এ কোন জিনিস! দোকানদার বলে, “কোন সম্পর্কে চাই বাবু বলুন?” কিছু বলতে পারছিনা আমি।


- কি হলো বাবু চুপ কেন? কোন সম্পর্ক চাই?

- আমি ধীরে বলি, “বন্ধুত্বের”


দোকানদার অশ্রুসজল নয়নে বলে, “এই সম্পর্ক তো বিক্রি হবার নয়! এর কোন দরদামও হয় না। এই দুনিয়া তো বজায় আছে এর ওপর, যেদিন এই সম্পর্ক বিক্রি হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে।”

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

শ্রীমতী স্মৃতি দত্ত অ্যাডভোকেট, লেখিকা, বঙ্গীয় সাহিত্যের সদস্য, কীবোর্ড প্লেয়ার, অ্যামওয়ে ব্যবসার মালিক। আমার লেখা সর্বশেষ বইয়ের নাম, ‘কেমেষ্ট্রি প্র্যাকটিক্যাল ও টি.ভি শো’ এবং ‘লেনিন সাহেবের সাথে দেখা’ বইটি Flipkart -এ নেবার জন্য ক্লিক করুন: https://www.flipkart.com/lenin-saheber-sathe-dekha/p/itmc9bfae4c39392