‘সম্পর্ক’, একটি অণুগল্প
‘সম্পর্ক’ নিয়ে স্মৃতি দত্তের একটি অণুগল্প। আচ্ছা, ‘সম্পর্ক’ কি বাজারে ক্রয়-বিক্রয় করা যায়? যদি যায়, তবে কোন সম্পর্ক? ‘বন্ধুত্ব-ও’ কি তবে বিক্রি করা সম্ভব?

চলতে চলতে পা থেমে গেলো। আমি তো বাজারে এসে গেছি। কিন্তু এ কিসের বাজার! কি বিক্রি হয় এখানে!
- কোনটা চাই বলুন? মায়ের, বাবার, ভাইয়ের-বোনের সম্পর্ক, বিশ্বাস, মানবিকতা, না কি প্রেম?
আপনার প্রতিক্রিয়া কি?






