টিভিতে খবর পড়ল রোবট লিসা!
এক সময় রক্তমাংসে গড়া মানুষ খবর পড়তো টিভির পর্দায়। কিন্তু সে প্রথা শেষ করে দিয়ে টিভির পর্দায় খবর পড়লো একটি রোবট। ভারতের ওড়িশার একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলে একটি রোবট খবর পড়ে সবাইকে চুমকে দিলো।

এক সময় রক্তমাংসে গড়া মানুষ খবর পড়তো টিভির পর্দায়। কিন্তু সে প্রথা শেষ করে দিয়ে টিভির পর্দায় খবর পড়লো একটি রোবট। ভারতের ওড়িশার একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলে একটি রোবট খবর পড়ে সবাইকে চুমকে দিলো। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি নতুন বিপ্লব ঘটালো ভারতের ওড়িশার পুরাতন টিভি চ্যানেল ওটিভি।
লিসা নামের এই রোবটটিকে দেখা গেছে টিভির পর্দায়। রবিবার আনুষ্ঠানিকভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিউজ অ্যাঙ্কর লিসাকে আনা হয় টিভির পর্দায়। টেলিভিশনের এই পদক্ষেপের দেখে হৈচৈ পড়ে গেছে পুরো দেশ জুড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাঙ্কর লিসা টেলিভিশনে খবর পরিবেশন করে। এখন থেকে এই রোবটটি দিনের একাধিক সময় খবর পড়ে শুনাবে নিউজ চ্যানেলটিতে।
সংবাদ পরিবেশনকারী লিসাকে একটি হ্যাণ্ডলুমের শাড়ি ও মেরুন রঙের ব্লাউজে দেখা গিয়েছে। শুধুমাত্র ওড়িশা ভাষায় নয়, ইংরেজিতেও বেশ স্বচ্ছন্দ লিসা। সংবাদ পরিবেশিকা একটি রোবট হওয়ার কারণে তার আওয়াজের মধ্যে একটু যান্ত্রিক ভাব দেখা দিয়েছিল উদ্বোধনের প্রথম দিনেই। তারপরও উপস্থিত দর্শকদের রীতিমতো চমকে দেয় রোবটটি। তার কথা বলার ধরন দেখেও সবাই রীতিমত অবাক।
লিসাকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন চ্যানেলের কর্ণধার। ওড়িশা টেলিভিশন লিমিটেডের (ওটিভি) অন্যতম একজন ব্যাক্তিত্ব জাগি মাঙ্গত পণ্ডা বলেন, একটা সময় ছিল যখন একটি কম্পিউটার সবার কাছে আশ্চর্যজনক জিনিস ছিল। কিন্তু সময় অনেক বদলে গেছে এবং আজকাল মানুষ ইন্টারনেটেই অনেক সময় ব্যয় করছে। তিনি আরো বলেন, সবসময় ওটিভি চ্যানেল সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সবেমাত্র টেলিভিশন সম্প্রচারে এআই-এর ব্যবহার শুরু হয়েছে। এই কারণে এআই নিউজ অ্যাঙ্কর লিসার মাধ্যনে নতুন অনেক লিসা তৈরি হবে। লিসা ফ্রি-টু-এয়ার টেলিভিশন সম্প্রচারে প্রথম এআই অ্যাঙ্কর। সেইসঙ্গে প্রথম ওড়িশার এআই নিউজ অ্যাঙ্কর হলো লিসা।
মাঙ্গত পণ্ডা আরও বলেন, লিসা অনেক ভাষায় কথা বলতে পারে। আপাতত ওটিভি নেটওয়ার্কের টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য এটি শুধুমাত্র ওড়িশা ও ইংরেজি ভাষাতে সংবাদ উপস্থাপন করবে। আগামী দিনে লিসাকে আরও দক্ষ করে তোলা হবে। লিসাকে ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে সামনে দিন গুলোতে।
একদিকে জনপ্রিয়তা বাড়ছে চ্যাট জিপিটি’র মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) টুলের। আগামী দিনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে বিপ্লব আসবে, তা নিয়ে আলোচনা চলছে প্রযুক্তিগত উন্নয়ন সংস্থা মহলে। শুধুমাত্র প্রযুক্তি সংক্রান্ত চাকরির ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রেই ভবিষ্যতে এআই এর ব্যাবহার শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া কি?






