অণুগল্প - সিগারেট

‘সিগারেট’ নিয়ে এই মজার অণুগল্প লিখেছেন শ্রীমতী স্মৃতি দত্ত।

মার্চ 16, 2023 - 22:30
মার্চ 16, 2023 - 22:41
 0
অণুগল্প - সিগারেট
অণুগল্প - সিগারেট

শীতাতপ নিয়ন্ত্রিত দূরপাল্লার ট্রেনে মুখোমুখি বসে আমার সামনের সুন্দরীকে দেখে মনে হলো প্রেমে পড়া যায়। সে-ই হঠাৎ জিজ্ঞাসা করে, “কোথায় যাবেন?”


আমি বললাম, জামালপুর।” আরেহ! উচ্ছ্বসিত হয়ে সে বলে, আমিও জামালপুর যাবো।” আমি বলি, এবার কি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবেন কোথায় বাড়ি? কি করি? দেখুন আমি মেয়েদের কোন তথ্য দিই না। তারা পেটে কোন কথা রাখতে পারে না।”


মেয়েটি থতমত খেয়ে গেলো। ট্রেন চলতে লাগলো। আমি ঠান্ডা এরিয়ার বাইরে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। সে-ও একটু পরে বেরিয়ে এসে আমায় দেখে থমকে গেলো। বললো, আপনি খুব সিগারেট খান! সিগারেট স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত হানিকারক।” বলে সে ভেতরে চলে গেলো।


আমি একটু চোখ বুজিয়ে ঝিমিয়ে নিচ্ছিলাম। ট্রেন থামলে দেখলাম সামনের
সিট শূন্য। সে লাগেজ নিয়ে নেমে গেছে। আমি হাত, পা ছাড়াবার জন্য প্ল্যাটফর্মে নামলামএকটা সিগারেট ধরাতে গিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। তখনিই একটা পণ করলাম আর কোনও দিন সিগারেট পান করবো না। আর কখনও মেয়েটির সঙ্গে দেখা হয় নি।

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

শ্রীমতী স্মৃতি দত্ত অ্যাডভোকেট, লেখিকা, বঙ্গীয় সাহিত্যের সদস্য, কীবোর্ড প্লেয়ার, অ্যামওয়ে ব্যবসার মালিক। আমার লেখা সর্বশেষ বইয়ের নাম, ‘কেমেষ্ট্রি প্র্যাকটিক্যাল ও টি.ভি শো’ এবং ‘লেনিন সাহেবের সাথে দেখা’ বইটি Flipkart -এ নেবার জন্য ক্লিক করুন: https://www.flipkart.com/lenin-saheber-sathe-dekha/p/itmc9bfae4c39392