বগুড়ার বিনোদন জগতের সেরা ‘মম ইন (Momo Inn)’

মমোইন বিনোদন জগতে নানান রকমরে পশু পাখির মুর্তি রয়েছে যেমন জাতীয় পাখি, হাতি, ঘোড়া, ব্যাঙ, বগ ইত্যাদি আরও নানান রকমের কৃত্রিম মুর্তি রয়েছে। শিশুদের জন্য রয়েছে এখানে নানান রকমের রাইড যেমন মিকি মাউস, জাম্পিং রাইড, দোলনা সহ আরও অনেক কিছু।

জুল 19, 2023 - 19:00
জুল 19, 2023 - 17:59
 0
বগুড়ার বিনোদন জগতের সেরা ‘মম ইন (Momo Inn)’
বগুড়ার বিনোদন জগতের সেরা ‘মম ইন (Momo Inn)’ | Image Source: Booking.com

মমোইন বিনোদন জগত

আপনি যদি উত্তরঅঞ্চলের মানুষ হন তবে মমোইন ফাইভস্টার হোটেল এন্ড রিসর্ট এর নাম শুনেছেন নিশ্চয়। হোটেল এর পাশাপাশি এখানে ঘোরাঘুরির জন্য রয়েছে মমোইন বিনোদন জগত। আপনি যদি ভ্রমন প্রেমিক হয়ে থাকেন মমোইন বিনোদন জগতে একবার নিশ্চয় আসবেন।


পার্কে প্রবেশ করতে কোন টিকিট বা টাকা লাগে না সবাই প্রবেশ করতে পারবেন
এখানে রয়েছে বিনোদনের জন্য নানান রকমের রাইড যেমন দোলনা, চর্কি, নৌকা, নাগর দোলা, ঘোড়ার গাড়ি ইত্যাদি আরও নানান রকমের রাইড তবে এখানে রাইড করতে গেলে প্রতিটা রাইড এর জন্য টাকা গুনতে হবে।


মমোইন বিনোদন জগতে নানান রকমরে পশু পাখির মুর্তি রয়েছে যেমন জাতীয় পাখি
, হাতি, ঘোড়া, ব্যাঙ, বগ ইত্যাদি আরও নানান রকমের কৃত্রিম মুর্তি রয়েছেশিশুদের জন্য রয়েছে এখানে নানান রকমের রাইড যেমন মিকি মাউস, জাম্পিং রাইড,দোলনা সহ আরও অনেক কিছু


পার্কের পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর নদীর পাশ দিয়ে রয়েছে হাটার জন্য রাস্তা এছাড়াও এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে আচার থেকে শুরু করে কসমেটিক সহ আরও অনেক দোকান রয়েছে যেগুলো থেকে আপনারা জিনিস পত্র কিনতে পারবেন।


গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে। যারা দূর থেকে আসবেন তাদের জন্য ২৭টা পিকনিক স্পট আছে। সবকিছু মিলিয়ে মমোইন বিনোদন জগত হয়ে উঠেছে এক আকর্ষণীয় ভ্রমর এর জায়গা
এছাড়াও মমোইন ফাইভ স্টার হোটেল এন্ড রিসর্ট এ দর্শনীয় অনেক কিছু রয়েছে।


খানকার পরিবেশ অনেক সুন্দর চোখ জুড়ানো ঘুরে দেখতে পারবেন একদম মিনা মূল্যে। মমোইন হোটেল এন্ড রিসর্টে সুইমিং পুল রয়েছে যার পরিবেশ অনেক সুন্দর আপনি চাইলে সুইমিং করতে পারবেন



যাতায়াত

বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা থেকে রিস্কা,ইজিবাইক অথবা সিএনজি নিয়ে যেতে হবেনা মাটিডালিতে সেখান থেকে রিস্কা করে ২০ টাকা দিয়ে যেতে পারবেন মমোইন বিনোদন জগতে অথবা বগুড়া চার মাথা থেকে সিএনজি,রিস্কা এবং ইজিবাইকে করে যেতে পারবেন ৪০-৫০ টাকা ভাড়া দিয়ে



খাওয়া-দাওয়া

মমোইন বিনোদন জগতে হোটেল রয়েছে যেখানে অনেকরকমের খাবার পাওয়া যায় এছাড়াও মমোইন হোটেল এন্ড রিসর্ট এ রেস্টুরেন্ট আপনি আপনার ভুরিভোজ সেরে নিতে পারেন



আবাসিক ব্যবস্থা

মমোইন ফাইভ স্টার হোটেল এন্ড রিসর্ট এ থাকতে পারবেন তা না হলে বগুড়া শহরে আরও অনেক রকমের হোটেল রয়েছে সেখানে থাকতে পারবেন সেখানে আপনাকে টাকা গুনতে হবে ৭০০-১০০০

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow