টোনার ব্যবহারের নিয়ম এবং উপকারিতা

সৌন্দর্য শুরু হয় স্বাস্থ্যকর ত্বক দিয়ে। ত্বক ভালোভাবে পরিষ্কার না করলে ত্বক  দেখা দিবে নানা ধরনের সমস্যা। তাই ত্বকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং-ত্বকের যত্নের প্রধান সূত্র। এ সূত্র মানলেই পাওয়া যায় স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর ত্বক। তবে বেশির ভাগ সময় দেখা যায়, আমাদের ত্বকচর্চার রুটিন ক্লিনজিং আর ময়েশ্চারাইজিংয়ে সীমাবদ্ধ থাকে।

জুল 22, 2023 - 17:00
জুল 22, 2023 - 16:05
 0
টোনার ব্যবহারের নিয়ম এবং উপকারিতা
টোনার ব্যবহারের নিয়ম এবং উপকারিতা | Image by valuavitaly on Freepik

আমরা ত্বকের যত্নে টোনার বাদ দিয়ে থাকি। কিন্তু টোনার আমাদের ত্বকে গভীর থেকে পরিস্কার করে। ত্বকের পিএইচ ব্যালান্স বজায় রাখে। এ ছাড়া রোমকূপ সংকুচিত করে ব্রণের প্রবণতা কমাতে সহায়তা করে। টোনিং ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং অতিরিক্ত তেল নিঃসরণ রোধ করে। অন্যদিকে এটি ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক টোনার সর্ম্পকে।



ত্বকের যত্নে টোনার কি কি কাজ করে?

. টোনার আমাদের ত্বকের র্থাড স্টেপ ক্লেঞ্জিং এর কাজ করে থাকে। আমরা বাহির থেকে এসে মেকাপ ও ধুলাবালি পরিস্কার করার সময় ডাবল ক্লেঞ্জিং করে থাকি তারপর ও মুখে ময়লা লেগে থাকে। টোনার সেই ময়লা তুলতে র্থাড ক্লেঞ্জিং এর কাজ করে ত্বকে উজ্জল করে।

. ত্বকের অতিরিক্ত পোর্সকে টোনার সঙ্কুচিত এবং আঁটসাঁট করে তোলে। ফলে পোরসের আকৃতি তুলনামূলক ছোট দেখায়

৩ .ত্বকের যত্নে আমরা যে ময়েশ্চারাইজিংয়ে ব্যবহার করে থাকি। সেটাকে ভালো ভাবে ত্বকে মেশানোর জন্য ময়েশ্চারাইজিংয়ে আগে টোনার লাগাতে হবে

. টোনার আমাদের ত্বকের পি এইচ মান বজায় রাখতে সাহায্য করে। কারন আমরা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর ত্বক আ্যসিডিক হয়ে ওঠে এবং আমাদের ত্বকে তার ফলে নানা সমস্যা দেখা দেয়। এর থেকে বাঁচতে আমরা টোনার লাগাতে পারি



আপনার ত্বকের ধরনভেদে টোনার বেছে নিন


তৈলাক্ত ত্বকের জন্য

তৈলাক্ত ত্বকের জন্য গ্লাইকোলিক, স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত টোনার ভালো। উপরে উপাদান গুলো ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে। আর ত্বকের লোমের ছিদ্র সংকুচিত করতে চাইলে নায়াসিনামাইড-যুক্ত টোনার ব্যবহার করা যায



শুষ্ক ত্বকের জন্য

শুষ্ক ত্বকের জন্য অবশ্যই হায়ালুরনিক অ্যাসিড, ভিটামিন ই ও গ্লিসারিনযুক্ত টোনার বেছে নিতে হবে। এ উপাদানগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ত্বকে টানটান ও প্রানবন্ত করে



মিশ্র ত্বকের জ
ন্য

মিশ্র ত্বকে টোনার ব্যবহার না করার কারনে রোদেপোড়া এবং সদ্য বলিরেখা পড়ে ত্বকে ভিটামিন ই, সি অভাব দেখা দেয়। এর জন্য মিশ্র ত্বকের জন্য হায়ালুরনিক,ল্যাকটিক এসিডসমৃদ্ধ টোনার ব্যবহার করতে হবে। এতে করে ত্বকের বলিরেখা, ব্রণ প্রবনতা ও ভিটামিনের অভাব পূরন হবে



টোনার কখন ব্যবহার করতে হবে?

ত্বকের যত্নের গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্লেঞ্জিং। এরপর পরই টোনার ব্যবহার করতে হয়।টোনার দুই ভাবে ব্যবহার করা যায়।


১ একটা কটন প্যাডে টোনার নিয়ে ব্যবহার করা যায়

২ একদম পরিস্কার হাতে টোনার নিয়ে ত্বকে ব্যবহার করা যায়। মনে রাখতে হবে হাত যেন একদম পরিস্কার থাকে। যদি হাতে থেকে ময়লা জীবাণু ফেইসে লেগে ত্বকে অনেক সমস্যা তৈরি করতে পারে



টোনার কি স্কিপ করা যাবে?

ত্বকের যত্নে টোনার স্কিপ করতে পারেন যদি আপনার ব্যবহার করা ক্লেঞ্জারটা পিএইচ ব্যালেন্স হয়। পিএইচ ব্যাল্যান্স ক্লেঞ্জারগুলোর দাম একটু বেশীই হয়ে থাকে যা, সবাই এফোর্ট করতে পারে না। তাই যদি আপনি পিএইচ ব্যালেন্সযুক্ত ক্লেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে টোনার স্কিপ করতে পারেন। আর যদি ক্লেনজার ব্যবহার না করেন তাহলে টোনার ব্যবহার করতে হবে



ঘরোয়া পদ্ধতিতে টোনার বানানো উপায়


ঘরোয়া টোনার

চাইলে বাড়িতে তৈরি করতে পারেন টোনার। তেমন কিছু লাগে না ঘরে থাকা জিনিস দিয়ে বানাতে পারেনচলুন দেখি।



চাল ধোয়া পানি

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চাল ধোয়া পানির টোনার লাগাতে পারেন।এক মুঠ চাল ভালোভাবে ধুয়ে সাড়া রাত পানি দিয়ে ভিজে রাখতে হবে। তার সকালে এক কাপের চার ভাগের এক ভাগ ফ্রেশ পানি সাথে তিন টেবিল চামচ চাল ধোয়া পানি মেশালেই তৈরি হয়ে যাবে ঘরয়ো টোনার



ডাবের পানি

এক কাপের চার ভাগের এক ভাগ ডাবের পানি তার সাথে ১ চা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে তৈরি করে ফেলুন টোনার। তৈরি হয়ে গেছে আপনার ডাবের পানির টোনার। ত্বকে হাইপারপিগমেন্টেশনের সমস্যা থাকলে এই টোনার ব্যবহারে বেশ উপকার পাওয়া যাবে।



গোলাপজলের টোনার

ত্বকের আর্দ্রতা বাড়াতে এবং ক্লিনজিংয়ের পর পিএইচ ব্যালান্স ঠিক করতে গোলাপজল বেশ কার্যকর। এক কাপ গোলাপজলের সঙ্গে চার চামচ লেবুর রস মিশিয়ে তৈরি করতে পারেন গোলাপজলের টোনার। ত্বক শুষ্ক হলে লেবুর রস বাদ দিতে পারেন শুধু গোলাপজল টোনার হিসাবে ব্যবহার করতে পারেন

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow