কী কী লক্ষণ দেখে বুঝবেন আপনার সম্পর্ক শেষের পথে?

আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে বুঝবেন সম্পর্কের ইতি ঘটতে চলেছে। বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ। যেসকল কারনে মুলত বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে। সকল বিষয় জানতে পোস্টটি পড়ুন৷

অগাস্ট 3, 2023 - 13:30
অগাস্ট 3, 2023 - 23:00
 0
কী কী লক্ষণ দেখে বুঝবেন আপনার সম্পর্ক শেষের পথে?
কী কী লক্ষণ দেখে বুঝবেন আপনার সম্পর্ক শেষের পথে? | Image by jcomp on Freepik

বর্তমান বিশ্বে গত কয়েক বছরে বিবাহ বিচ্ছেদ আতঙ্কজনকভাবে বেড়েই চলেছে। বিয়ের পর যত দিন যায় তত একে অন্যের প্রতি আকর্ষণ ও সহমর্মিতা ধীরে ধীরে কমতে থাকে। স্বামী ও স্ত্রী ছোটখাটো ভুল আস্তে আস্তে বড় আকার ধারন করে। এক সময় দাম্পত্যের বন্ধনকে ভারি বলে মনে হয়। আর সে বোঝা হতে মুক্তির জন্য বিবাহবিচ্ছেদ করা ছাড়া আর উপায় থাকে না


বিবাহ বিচ্ছেদের লক্ষ আমাদের সামনে থাকে। সেই লক্ষ চিহ্নিত করে প্রথম থেকে সমস্যা সমাধান করলে জল এতদূর গড়ায় না। এই কাজটুকু করার সময়ই আমাদের হাতে নেই। তাই স্বামী-স্ত্রী মধ্যে বিবাদ সৃষ্টি হয়


আপনার যদি মনে হয় স্বামী বা স্ত্রীর সঙ্গে আগের মত যাচ্ছে না। সর্ম্পকে তিক্ততা বেড়েই চলেছে, তাহলে ধরে নিতে হবে আপনার সর্ম্পক শেষে পথে। পরিস্থিতি ডিভোর্সের মতো বেদনাদায়ক পর্যায়ে গড়াতে পারে। এ অবস্থায় আপনার সর্ম্পক টিকবে কি না তা বুঝতে নিচে লক্ষ গুলো আপনাকে সাহায্য করবে।


অবহেলা

স্বামী ও স্ত্রী বন্ধন হলো এমন, দুদেহে এক প্রাণ এর মত। ভালোবাসা বন্ধন স্বামী স্ত্রীকে দুঃখে সুখে মানসিকভাবে এক করে রাখে। দায়িত্ব পালনে একে অপরের ভাগ করে নেয়। যখন দেখবেন আপনার সঙ্গী আপনার প্রতি দায়িত্ব পালনে অনীহা করছে। কোনো সিদ্ধান্ত একা একা নিচ্ছে। এমন কি ছুটির দিনে স্বামী বা স্ত্রী একাই ঘুরতে যাচ্ছে। তাহলে বুঝে নিবেন দাম্পত্য জীবনে বড় ধরণের চিড় ধরেছে। আপনার সর্ম্পক হুমকির মুখে


বিশ্বাসের অভা

আমাদের সমাজে বেশি ভাগ বিচ্ছেদের ঘটনা ঘটে তার মূল কারন হল প্রতারনা। বাংলায় একটা প্রবাদ আছে, বিশ্বাস হলো আয়না মতো, আয়না একবার ভেঙ্গে গেলে সে আয়নায় মুখ দেখতে পারবে। কিন্তু ভাঙ্গা আয়নায় ভাঙ্গা দাগ থেকে যাবে।”


তেমনি স্বামী বা স্ত্রী যার প্রতি একবার বিশ্বাস উঠে যায় সে বিশ্বাস আর আগের মত ফিরে আসে না। প্রতারিত স্বামী বা স্ত্রী সব সময় তার সঙ্গীকে সন্দেহের চোখে দেখতে থাকে। ভবিষ্যতেও প্রতারিত হওয়া সম্ভবনা থেকে যায় এবং এ থেকে ডিভোর্সের পথ সুগম হয়


সুস্থ যৌন সর্ম্পকে অনীহা

বিয়ের পর পর যৌন সঙ্গমে আগ্রহ স্বামী-স্ত্রীর মধ্যে বেশি থাকে। সময়ের সাথে সাথে সেই আগ্রহ কমে যায় সেটা খুব স্বাভাবিক। যদি লক্ষ করেন তারুণ্য শারীরিক সক্ষমতা থাকার পরও আপনার স্বামী বা স্ত্রী সঙ্গমে অনীহা প্রকাশ করেন তা হলে বুঝবেন আপনা সংসার ভাঙনের পথে


তৃতীয় ব্যক্তির আগমন

দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি ও ঝগড়া হবেই তবে স্বাভাবিক সর্ম্পকে ঝগড়া খুবই ক্ষনস্থায়ী ঘটনা। আর যদি দেখেন আপনার স্বামী বা স্ত্রীর যে হক সেটা বিনষ্ট হচ্ছে। সারাদিন ঝগড়া করছে, রুঢ় ভাষায় কথা বলছে আপনার সাথে খিটখিটে ব্যবহার করছে সারাক্ষন এবং তার জন্য অনুশোচনা করছে না। এতে বুঝবেন আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে আপনাদের সর্ম্পক শেষের পথে চলে এসেছে


অর্থ অভাব

আমাদের সমাজে অনেক সর্ম্পক আছে যেগুলো প্রেমের মাধ্যমে বিয়ে হয়। পরিবারে মতের বিরুদ্ধে সেসব সম্পর্ক সংসারে অভাবে কারনে ভেঙ্গে যায়। পুরানো একটা প্রবাদ আছে, সংসারে অভাব দেখা দিলে জানালা দিয়ে ভালোবাসা পালাই। এটা ঠিক কথা বর্তমান সমাজের মেয়েরা অভাবের সংসারে থাকতে চায় না তাই সংসারে অভাব আসলে মনে করবেন আপনার সংসার শেষ


পরিশেষ

স্বামী-স্ত্রী মিলে গঠিত হয় পরিবার সন্তান জম্মের মাধ্যমে ভবিষ্যৎ প্রতিনিধি তৈরি হয়। সংসারে ভুল বোঝাবুঝি থাকে, সেটাকে শুধরে নিয়ে এক হওয়া উচিত তবেই সম্পর্ক মধুর করে তোলা সম্ভব নতুবা আপনার সম্পর্কের ইতি ঘটতে পারে।

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow