ভালোবাসা মানে কি?

ভালোবাসা একটি মানবিক অনুভূতি। এই অনুভূতি কেউ দেখতে পাওয়া যায় না, অনুভব করতে হয়। ভালোবাসা মানে নিজেকে উৎসর্গ করা। ভালোবাসা মানে স্বর্গ সুখ। ভালোবাসা মানে বিষের ব্যাথা অনুভব হওয়া। ভালোবাসা মানে তিলে তিলে নিজেকে শেষ করা। ভালোবাসা মানে সুষ্ঠ ও সুন্দরভাবে বেড়ে ওঠা।

অগাস্ট 7, 2023 - 12:30
অগাস্ট 7, 2023 - 14:14
 0
ভালোবাসা মানে কি?
ভালোবাসা মানে কি? | Image by Freepik

আপনি কি জানেন ভালোবাসা কি? ভালোবাসা মানে কি বা ভালোবাসার অর্থ কি? যদি না জেনে থাকেন বা এই বিষয়টি বুঝতে সমস্যা হয় তবে আজকের এই বিষয় আপনাদের জন্য।


ভালোবাসা কি?

ভালোবাসা একটি মানবিক অনুভূতি। এই অনুভূতি কেউ দেখতে পাওয়া যায় না, অনুভব করতে হয়। ভালোবাসা মানে নিজেকে উৎসর্গ করা। ভালোবাসা মানে স্বর্গ সুখ। ভালোবাসা মানে বিষের ব্যাথা অনুভব হওয়া। ভালোবাসা মানে তিলে তিলে নিজেকে শেষ করা। ভালোবাসা মানে সুষ্ঠ ও সুন্দরভাবে বেড়ে ওঠা।


ভালোবাসা একেক জনের কাছে একেক রকম। যেমন
, বাবা-মা প্রতি সন্তানে ভালোবাসা, সন্তানের প্রতি বাবা-মা ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, ত্মীয়দের প্রতি ভালোবাসা, পোষ্য প্রানীর বা বস্তুর প্রতি ভালোবাসা ইত্যাদি।


ভালোবাসা মানে কি?

ভালোবাসা মানে একেক জনের কাছে একেক রকম হয়ে থাকে। যেমন ভালোবাসা মানে হচ্ছে সম্মান। তাই সম্মান ছাড়া কোনো সর্ম্পক টিকে না। নিজেদের মধ্যে সর্ম্পক মধুর করে তোলে সম্মানের মাধ্যমে। আবার কারো কাছে ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাস করা। বিশ্বাস হল পৃথিবীর সকল সর্ম্পকের প্রাণ। প্রাণ ছাড়া যেমন দেহ অচল ঠিক তেমন বিশ্বাস ছাড়া ভালোবাসা মূল্যহীন।


অনেকেই মনে করেন ভালোবাসা মানে যত্ন নেওয়া। যেখানে ভালোবাসা আছে সেখানে যত্ন বিষয় থাকতে হবে। আবার ভালোবাসা মানে হচ্ছে বোঝাবুঝি বা নিজেদের মধ্যে বোঝাপড়া থাকা ভালোবাসা টিকিয়ে রাখতে হলে নিজেদের প্রতি ভালো বোঝাপড়া থাকতে হবে। ভুল বোঝাবুঝি কারণে সর্ম্পক নষ্ট হয়। তাই ভালো বোঝাপড়া থাকতে হবে।


‘ভালোবাসা’ নিয়ে আপনি কি জানেন?

আমরা অনেকেই ভালোবাসা মানে মনে করি কমিটমেন্ট। একজনের কাছে আরেকজনের দায়বদ্ধতা। ভালোবাসা মানে আমরা মনে করি বিসর্জন। অন্যের খুশির জন্য নিজের ইচ্ছা, পছন্দকে বিসর্জন দেওয়া নাম ভালোবাসা


ভালোবাসা মানে ধৈর্য্য, বিশ্বাস যার মাধ্যমে ভালোবাসা টিকে থাকে। কারো জন্য পথ চেয়ে থাকার নাম অপেক্ষা। সাড়া জীবন অপেক্ষার নাম ভালোবাসা।


ভালোবাসা অর্থ কি?

ভালোবাসা অর্থ দুজন দুজনকে বুঝতে পারা, দুঃখে-সুখে, আনন্দ-বেদনা, বিপদ-আপদ, রাগ-অভিমান নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়া এবং সর্বোপরী দুজন মানুষ এক থাকে। ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে হয় না। বাবা-মা প্রতি সন্তানে ভালোবাসা, জীবের প্রতি জীবের ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা।


সর্বোপরি বলতে চাই কেউ যদি আপনার রুপ দেখে ভালোবাসে সেটা ভালোবাসা নয় সেটা হবে আপনাকে বেছে নেওয়া। আর যদি কেউ আপনার দেহ দেখে ভালোবাসে সেটা হবে লালসার ভালোবাসা। যদি কেউ আপনাকে মন থেকে ভালোবাসে সেটা হবে আসল ভালোবাসা। যদি কাউকে ভালোবাসতে চান সব কিছু দেখে ভালোবাসবেন।

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow