নগদ কি? নগদ নাকি বিকাশ কোনটি সেরা? জেনে নিন
এই অনুচ্ছেদ এ আমরা জানতে চলেছি বাংলাদেশে ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তিমন্ত্রণালয় এর অধিনে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ সম্পর্কে। আপনি যদি একজন মোবাইল ব্যাংকার হয়ে থাকেন আপনার জন্য বিকাশ নাকি নগদ কোনটি সেরা হবে জেনে নিন।

নগদ (Nagad) কি?
নগদ এটি থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কতৃক, বাংলাদেশ ডাক বিভাগের পূর্বে চালুকৃত পোস্টাল ক্যাশ কার্ড ও ম্যানি ইলেকট্রনিক টান্সফার সিস্টেম (ইএমটিএস) নতুন সংস্করণ হলো নগদ। এটিকে সংস্করণ করা হয় ১১ নভেম্বর ২০১৮ সালে এবং ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি তাদের সেবা প্রদান শুরু করে সারাদেশে ২৬ মার্চ ২০১৯ সাল থেকে।
নগদ অ্যাকাউন্ট খুলে গ্রাহক দেশের একপ্রান্তে থেকে আরেক প্রান্তে নিমিশের মধ্যে টাকা প্রেরণ করতে পারবে। এতে করে কোনো প্রকার হয়রানি বা ঝামেলার অবকাশ নেই নগদ এর মাধ্যমে বিভিন্ন প্রকার পে বিল পরিশোধ করতে পারবেন অনলাইন মার্কেট করতে পারবেন।
নগদ (Nagad) এর গঠন
নগদ এর সেবাসমূহ
নগদ এর বর্তমান সেবা গুলা হলো, হিসাব খোলা, (ক্যাশ ইন) - হিসেবে টাকা জমা করা, (সেন্ড ম্যানি) - একটি নগদ হতে আরেকটি নগদে টাকা পাঠানো), (ক্যাশ আউট) - নগদ থেকে টাকা উত্তোলন করা, (পেমেন্ট) - পণ্য কেনাকাটার বিনিময়ে টাকা প্রদান করা, বিল পরিশোধ করা ইত্যাদি সেবা সমূহ নগদ প্রদান করে থাকে।
নগদ অ্যাপ এর সুবিধা
নগদ অ্যাপ ব্যবহার এর জন্য আপনার একটি স্মার্ট ফোন থাকতে হবে। আর আপনি যদি স্মার্ট ফোন না থেকে তাহলে বাটন ফোনে *১৬৭# ডায়াল করলে আপনি বিভিন্ন সেবা নিতে পারবেন নগদের। নগদ অ্যাপ এর নিরিবিচ্ছিন ইন্টারনেট এর প্রয়োজন পরবে একটি সক্রিয় নগদ আইডি থাকতে হবে।
নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম
যে ব্যাক্তি রেজিষ্ট্রেশন করবে তার বয়স ১৮ হতে হবে, আর আপনি চাইলে নগদ এজেন্ট থেকে খুলে নিতে পারেন তা হলে নিজে বাড়িতে বসে খুলতে পারবেন।
কেন আপনি নগদ ব্যবহার করবেন?
অ্যাকাউন্ট তৈরি করা সহজ খুব দ্রুত আপনি একটি নগদ আ্যকাউন্ট বানাতে পারবেন মাত্র দুইটি ধাপে তৈরি করে নিতে পারবেন জরুরী প্রয়োজনে। পরে আবার আপনি অ্যাকাউন্টটি ভালো মতো ভেরিফাই করে ঠিক করতে পারবেন।
সেন্ড ম্যানি করা একদম ফ্রি
নগদে ক্যাশ আউট ফি চার্জ কম
ডিসকাউন্ট ও অফার
বিকাশ বনাম নগদ
নগদ বনাম বিকাশ – সেন্ড ম্যানি
বিকাশের সেন্ড ম্যানি তে একেক ধরনের টাকা সেন্ড ম্যানিতে ভিন্ন রকম সুবিধা আছে যে কোনো ৫টি প্রিয় নাম্বারে ২৫ হাজার টাকা সেন্ড ম্যানি একদম ফ্রি, এবং এই সকল নাম্বারে ৫০ হাজার টাকা সেন্ড মানি করলে ৫ টাকা চার্জ দিতে হবে তার উপর গেলে ১০ টাকা দিতে হবে।
নগদ ও বিকাশ থেকে মোবাইল রির্চাজ
বিকাশ ও নগদ এর ক্যাশ আউট
অন্যদিকে নগদ দেশের সবথেকে কম ক্যাশ আউট চার্জ নিয়ে থাকে তারা। নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করলে ১১.৪৮ টাকা প্রতি হাজারে চার্জ কাটে। আর নগদ ইসলামিক থেকে করলে ১৫ টাকা কাটবে আর *১৬৭# ডায়াল করে করলে হাজারে ১৫ টাকা কাটবে নগদ।
বিকাশ ও নগদ থেকে পেমেন্ট
অন্যদিকে মার্চেন্ট পে এর মাধ্যমে আপনি দেশের বিভিন্ন আউটলেট এ নগদ পেমেন্ট করতে পারবেন, নগদ ও বিকাশ প্রায় একই পেমেন্ট সুবিধা প্রদান করে থাকে। কিন্তু বিকাশের টা তুলনামূলক ভাবে একটু বেশি।
বিকাশ ও নগদ এর অ্যাড ম্যানি
বিকাশ ও নগদ এর পে বিল
বিকাশ ও নগদে সেভিংস
বিকাশ ও নগদে লোন
পরিশেষ
আপনার কাছে কোনটি এগিয়ে আছে মনে হয় সেটা জানাতে কমেন্ট এ আপনার মূল্যবান মতামত দিন এবং ‘দ্য ব্যাকস্পেস জার্নাল’ এর সাথেই থাকুন সব রকম সঠিক তথ্য পেতে। ধন্যবাদ
আপনার প্রতিক্রিয়া কি?






