আপনার নুড ছবি ইন্টারনেটে ভাইরাল হলে কি করবেন?

বর্তমানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যেমন ভাল কাজ, সময় সাপেক্ষ কাজ অনেক সহজে করা সম্ভব। তেমনি এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনেক বেআইনি এবং খারাপ কাজ করাও সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা বা ফটোশপ ব্যবহার করে কারো ব্যক্তিগত ছবি যে কেউ একটি নুড ছবিতে রূপান্তর করতে পারবে।

অগাস্ট 4, 2023 - 11:30
অগাস্ট 4, 2023 - 15:50
 0
আপনার নুড ছবি ইন্টারনেটে ভাইরাল হলে কি করবেন?
আপনার নুড ছবি ইন্টারনেটে ভাইরাল হলে কি করবেন? | Image Source: freepik

বর্তমানে AI টুলস ব্যবহার করে নানান কাজ করা সম্ভব। আপনি চাইলেই AI এর মাধ্যমে আপনার সময় ব্যয় না করে নানান কাজ করে নিতে পারেন। কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা আছে সেখানে আপনার মাথার মধ্যে হওয়া চিন্তার ব্যাপারে বললে সেই AI আপনাকে ঠিক তেমন করে একটি অবয়ব তৈরী করে দিবে। বর্তমানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যেমন ভাল কাজ, সময় সাপেক্ষ কাজ অনেক সহজে করা সম্ভব। 


তেমনি এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনেক বেআইনি এবং খারাপ কাজ করাও সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা বা ফটোশপ ব্যবহার করে কারো ব্যক্তিগত ছবি যে কেউ একটি নুড ছবিতে রূপান্তর করতে পারবে। এটা কিভাবে সমাধান করা সম্ভব এ বিষয়ে আলোচনা করা হলো।


আপনার নুড ছবি দেখলে যা করবেন 

কৃত্তিম বুদ্ধিমত্তা বা ফটোশপ ব্যবহার করে কারো ছবি অনেক সহজেই একটি নুড ছবি আকারে বানানোর সম্ভব। যা একজন মানুষের কাছে অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনার নুড ছবি কেউ বানিয়ে থাকে অথবা কোথাও দেখেন তাহলে প্রথমত আপনার করণীয় হবে আপনার আসল ছবি এবং নুড ছবি একটি ওয়েবসাইটে জমা দিবেন


ওয়েবসাইট টি হলো: https://stopncii.org/


ওয়েবসাইটে আপনার সেই নুড ছবি এবং আসল ছবি জমা দেওয়ার পর ইন্টারনেটে থাকা সকল জায়গা থেকে আপনার সেই নুড ছবিটি সরিয়ে নেওয়া হবে। এই কাজটি সম্পূর্ণ করার জন্য আপনার কাউকে অনুরোধ করতে হবে না।


এ ব্যাপারে কারো কাছে কিছু বলতেও হবে না। আপনার ছবিগুলো ওয়েবসাইটে জমা করার পর তারা আপনার এই আপত্তিকর ছবিটি ইন্টারনেটে থাকা সকল জায়গা থেকে সরিয়ে দিবে। এক্ষেত্রে আপনি নিজের পরিচয়ও গোপন থাকবে


 অনেক সময় দেখা যায় কারো আপত্তিকর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কিন্তু সেই ব্যক্তি আদৌ কি সেই ইন্টারনেটে থাকা ছবির ব্যক্তি নাকি এ বিষয়ে কেউ যাচাই করে না। এতে সেই ছবির ব্যক্তিটি অনেক অপমান ও লাঞ্ছনার শিকার হয়। 


যা একটি দুঃখজনক বিষয়। এজন্য এমন হলে আপনার ছবি এই ওয়েবসাইটে জমা করে ও আপনার পরিচয় গোপন রেখে আপনার নূর ছবিটি ইন্টারনেটে থাকা সকল জায়গা থেকে সরিয়ে নিতে পারবেন


আপনার এমন ছবি যদি কেউ ভাইরাল করে থাকে তাহলে অবশ্যই সাইবার সিকিউরিটিকে এ বিষয়ে জানান। তাদেরকে এ বিষয়ে জানানোর মাধ্যমে আপনি বিষয়টি খুব তাড়াতাড়ি সংশোধন করতে পারবেন। এমনটি হলে আপনি সাইবার সিকিউরিটিতে একটি কেস ফাইল করুন। এ ব্যাপারে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে


অবশেষে বলা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার যেমন সঠিক এবং ভালো ব্যবহার রয়েছে তেমন খারাপ ব্যবহারও রয়েছে। একজন দেশপ্রেমী নাগরিক হিসেবে আমাদের সঠিকভাবে প্রযুক্তি ব্যবহার করা উচিত। 

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

মো: রেজওয়ান ছাত্র, প্রাণিবিজ্ঞান, স্নাতক (২য় বর্ষ), গভ. শাহ সুলতান কলেজ, বগুড়া