প্রাক্তনের কাছে বারবার ফিরে যেতে মন চায় কেন?

ফেলে আসা স্মৃতি গুলো কুঁড়ে কুঁড়ে খায় মনকে। হাজারো ব্যস্ততার মাঝে প্রাক্তনে কথা মনে পড়ে বারবার।কথায় আছে প্রথম প্রেম ভোলা যায় না। একক জনের ভালবাসা একক রকম। কেউ দূর থেকে ভালোবেসে যায় সাড়াজীবন।

অগাস্ট 2, 2023 - 16:00
অগাস্ট 2, 2023 - 12:48
 0
প্রাক্তনের কাছে বারবার ফিরে যেতে মন চায় কেন?
প্রাক্তনের কাছে বারবার ফিরে যেতে মন চায় কেন?

প্রাক্তনে কাছে বারবার ফিরে যেতে মন চায় কেন?


ফেলে আসা স্মৃতি গুলো কুঁড়ে কুঁড়ে খায় মনকে। হাজারো ব্যস্ততার মাঝে প্রাক্তনে কথা মনে পড়ে বারবার।কথায় আছে প্রথম প্রেম ভোলা যায় না। একক জনের ভালবাসা একক রকম। কেউ দূর থেকে ভালোবেসে যায় সাড়াজীবন। আর কেউ ব্যর্থ হয়ে স্মৃতি নিয়ে আজীবন বয়ে বেড়াই।বেশি ভাগ মানুষ তার প্রাক্তনের কাছে যেতে চাইপ্রাক্তনের কাছে কেনো ফেরত যেতে চায় তার  নিয়ে গবেষনা করেন উটাহ ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে দীর্ঘ গবেষণা চলেছে।


একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, ২৩টি কারণে প্রেমিক-যুগলের মধ্যে বিচ্ছেদ ঘটে। আর মোটামুটি ২৭টি কারণে বিচ্ছেদ ভুলে নতুন করে সঙ্গীর সঙ্গে পথচলা শুরু করতে চান কোনও মানুষ।


চলুন দেখি তারা কেনো ফেরতে চায় প্রাক্তনের 

 

ভবিষ্যৎ নিয়ে চিন্তা

বিচ্ছেদের পর অনেকেই ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তায় পড়ে যান। যেমন ধরেন কিভাব একাকি জীবন কাটাবেন। যদি ও দ্বিতীয় সঙ্গী গ্রহন করেও তখন তার মনে হবে সে সঙ্গী আগের মত নাও হতে পারে অথবা আগের চেয়ে খারাপ হতে পারে


অন্য দিকে একজন মানুষে কাছে এতদিন ছিল সেটা একটা অভ্যাসে পরিণত হয়। সে কথা চিন্তা করে প্রাক্তনের কাছে ফিরতে চায়।


আশা 

সম্পর্কে ভাঙা-গড়া তো থাকেই তার মানে বিচ্ছেদ সকল সমস্যা সমাধান নয়। সঙ্গীর সকল ভুলগুলোকে ক্ষমা করে নতুন করে শুরু করেন অনেকেই। তাতে করে একসঙ্গে ঘর সংসার শুরু করলে জীবনে ষোল কলা পূরন হয়। যেখানে ভালোবাসা থাকে সে খানে আশা থাকে।সে আশায় প্রাক্তনে কাছে ফিরতে যেতে  চান বারবার


সন্তানের কারনে

বিচ্ছেদের কারনে অনেক সন্তানরা হয় বাবা হারা না হয় মা হারা। অনেক দম্পতি তাড়াঘুরা করে বিচ্ছেদ করে পরে বুঝতে পারে তাদের বিচ্ছেদের কারনে তাদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এসব ভেবে প্রাক্তনের কাছে ফেরত যেতে চান


আবেগ

৬০ শতাংশ প্রেমিক প্রেমিকা আবেগের কারনে প্রাক্তনের কাছে ফিরে আসতে চায়। পার্টনারে সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়। যে অভ্যেস ছাড়তে মন সম্মতি দেয় না। তাই বেশিদিন দূরে সরে থাকাও সম্ভব হয় না। যা জন্য প্রাক্তনের কাছে ফিরতে চায় বারবার 


সিদ্ধান্ত ঠিক ছিল না 

আমরা অনেক সময় হুটহাট ব্রেক-আপ করে থাকি। আর সে ব্রেক-আপের কারনে কষ্ট সহ্য করতে পারে না, মানসিক ভাবে হতাশ হয়ে পড়েন। তখন মনে করেন সিদ্ধান্ত ঠিক ছিল না। আর সে ভুল শুধরানো জন্য প্রাক্তনের কাছে ফিরতে চায় বারবার


মধুর কিছু স্মৃতি 

৪০ শতাংশ পার্টনারে বিচ্ছেদ হয় বিশ্বাসে অভাবে গবেষণায় দেখা গেছে। বিচ্ছেদের পর অনেক কাপল তাদের একসাথে থাকা সুন্দর মূহুর্ত গুলো মনে পরে। হতে পারে সেই ঘনিষ্ঠ মূহুর্ত মধুর কিছু স্মৃতি যা কারনে আবেগী হয়ে প্রাক্তনের কাছে ফিরতে চাই


আপনি আপনার নিজের মনে কথা শুনোন যদি মনে করেন আপনার মন শায়দেয় পুরাতন সর্ম্পকে যাওয়া যায় তবে ,আর দেরি না করে নতুন করে সর্ম্পক করুন

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow