পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে ‘অনন্য সম্মান’ পেলেন লেখিকা স্মৃতি দত্ত

এ প্রসঙ্গে সাহিত্যিক, প্রকাশক ও কবি শ্রীমতী স্মৃতি দত্ত বলেন, এই অর্গানাইজেশনে শুভদীপের কার্য কলাপ আমি হঠাৎ টের পেয়েছিলাম মোবাইল ঘাঁটতে গিয়ে। আমি আপ্লুত, চমৎকৃত ও অভিভূত হয়েছিলাম। পরে শুভদীপ কথা প্রসঙ্গে আমার লেখক সত্ত্বার পরিচয় পেয়ে আমায় আদরের ডাক দিয়েছিলো তাদের গুনীজন সম্বর্ধনার অন্তর্গত ‘অনন্য সম্মান’ নিতে, সাহিত্যিক সম্মান।

Oct 3, 2022 - 01:00
Oct 3, 2022 - 17:53
 0
পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে ‘অনন্য সম্মান’ পেলেন লেখিকা স্মৃতি দত্ত
ছবি: কথা সাহিত্যিক, প্রকাশক ও কবি স্মৃতি দত্ত

পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় দীপাঞ্জন ট্রাস্টের উদ্যোগে দীপাঞ্জন স্মৃতি পাঠাগার এর শুভ উদ্বোধন করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের বিভাগীয় প্রধান ড. সোমা বন্দোপাধ্যায় ও বিশিষ্ট কবি তুহিন বন্দোপাধ্যায়।


এছাড়াও উক্ত দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য। পাশাপাশি শিক্ষাঙ্গন থেকে উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অর্পনা রুজ, সঞ্জীব দত্ত, শৈবাল সেনগুপ্ত, সত্যব্রত ঘোষ ও পিসের শিক্ষক রীজু সেন।


সুদূর ভিলাই থেকে এসেছিলেন কথা সাহিত্যিক ও, প্রকাশক ও কবি স্মৃতি দত্ত। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শ্যামলেন্দু বন্দ্যোপাধ্যায়। চট্টগ্রাম, বাংলাদেশ থেকে আগত আবৃত্তি ও সংগীত শিল্পী ফাহমিদা ইয়াসমিন। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমাদের শ্রদ্ধার কাকু বেনু বিনোদ সাহু।


অনুষ্ঠানের শেষে পাঠাগারের প্রয়োজনীয়তা ও পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত অর্গানাইজেশনের সভাপতি শুভদীপ সেন।

 


ছবি: লেখিকা স্মৃতি দত্ত ও শুভদীপ সেন


আরো পড়ুনঃ বঙ্গীয় সাহিত্য সংস্থার ‘রবীন্দ্রজয়ন্তী’ পালন (ভিলাই, ছত্তিশগঢ়, ভারত)

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow