সম্পাদকীয় নীতি

সম্পাদকীয় নীতি

সংস্করণ – ০২
তারিখ: ১৩/০৮/২০২২

 

০.১
“দি ব্যাকস্পেস জার্নাল” মূলত “ব্যাকস্পেস – BackSpace” কোম্পানির একটি অনলাইন জার্নাল। এই ওয়েবসাইটের যাত্রা শুরু হয় গত ২৫ আগষ্ট ২০২১ সাল থেকে। এখানে নিয়মিত একটি টিম লেখালেখি করে থাকেন। ভিন্ন ধারার এবং ভিন্ন ধারণা নিয়ে নানাবিধ বিষয় উপস্থাপন করাটাই আমাদের মূখ্য উদ্দেশ্য। অনুগ্রহ করে এই ওয়েবসাইটে প্রকাশিত কোনো লেখা চুরি করবেন না। এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

 

আর আপনি চাইলে, আপনি নিজেও আমাদের সাথে যোগ দিতে পারেন। আপনার জানা কথাগুলো আমাদের পাঠকদের কাছে পৌঁছে দিতে পারেন। লেখালেখি অথবা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: admin@backspace-journal.com

 

০.২

ধর্মীয় ও রাজনৈতিক বিষয়ে লেখা নেওয়া হবে। তবে কিছু শর্ত সাপেক্ষে। শর্তসমূহ হচ্ছে,

(ক) অন্য কোনো ধর্ম বা বিশ্বাস কে আঘাত করা যাবে না।

(খ) গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের কটাক্ষ করে বা কুরুচিপূর্ণ ভাবে কোন লেখা গ্রহণযোগ্য হবে না।

(গ) ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয়।

(ঘ) উগ্র ধর্মবাদ, বর্ণবাদ, আদিবাসী বিদ্বেষী, স্বধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী লেখা দেওয়া যাবে না।

 

 

০.৩

(ক) কারো লেখা চুরি করে দেবেন না।

(খ) গোগলে অনুবাদকৃত লেখা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। তবে রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে বা তথ্য পেতে বিশ্বস্ত তথ্যসূত্র থেকে তথ্য নিতে পারবেন।

(গ) কোন বিষয়ে ধারণা না থাকলে সেক্ষেত্রে বিশ্বস্ত সংস্থা (অফলাইন/ অনলাইন মাধ্যম) থেকে ধারণা নিয়ে আপনার নিজের মত করে লিখতে পারবেন।

 

০.৪

(ক) মানুষ ভুলের ঊর্ধে নয়। লেখার ক্ষেত্রে বানান ক্রুটি থাকবেই। কিন্তু ইংরেজি শব্দের ব্যবহার কমানো এবং যতসম্ভব বানান যাতে ভুল না হয় সেক্ষেত্রে খেয়াল রাখবেন।

(খ) লেখার ক্ষেত্রে পয়েন্ট আকারে লিখুন। এতে করে পাঠকদের যে কোন অনুচ্ছেদ পড়তে ভালো লাগবে। তবে এটি গল্প বা বিশেষ প্রতিবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

 

০.৫

(ক) ব্যাণিজ্যিক বিজ্ঞাপন গ্রহণযোগ্য। শর্ত হচ্ছে, উক্ত প্রোডাক্ট বা আইডিয়া বাংলাদেশে লিগ্যাল হওয়া জরুরী।

 

(খ) ছবি দেওয়ার ক্ষেত্রে সঠিক ক্রেডিট যুক্ত করবেন, এবং অশ্লীল ছবি বা ভিডিও দেওয়া থেকে বিরত থাকতে হবে।

 

০.৬

(ক) “দি ব্যাকস্পেস জার্নাল” বাংলাদেশের সংবিধান কে শ্রদ্ধা করে এবং সংবাদপত্রের স্বাধীনতা কে বিশ্বাস করে। বাংলাদেশের সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে বলা আছে,

৩৯। (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।

(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে

(ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং (খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।

 

(খ) “দি ব্যাকস্পেস জার্নল” টিমের কোন সদস্য এই ওয়েবসাইটে ভুল তথ্য বা বিভ্রান্তি বা মিথ্যাচার করলে সেজন্য “দি ব্যাকস্পেস জার্নাল” পুরো টিম দায় নেবে। এবং যে বিষয়টি ভুল হয়েছে সেজন্য তাৎক্ষণিকভাবে আমাদের এডমিন বরাবর ই-মেইল করুন: admin@backspace-journal.com

 

ই-মেইল করা মাত্র-ই দি ব্যাকস্পেস জার্নাল দ্রুত সে বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।